প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির সভাপতির দায়িত্ব নিয়েছেন বিসিবির সাবেক সভাপতি, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আইসিসির একাদশ সভাপতি হিসেবে তার বছরব্যাপী মেয়াদ শুরু হবে ১ জুলাই। গতকাল বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় মেলবোর্নে আইসিসির বার্ষিক কনফারেন্সে এ দায়িত্ব তুলে দেওয়া হয়। মুস্তফা কামালের আগে এশিয়ান হিসেবে আইসিসির সভাপতি ছিলেন ভারতের জগমোহন ডালমিয়া ও শারদ পাওয়ার এবং পাকিস্তানের এহসান মানি। মুস্তফা কামাল স্থলাভিষিক্ত হয়েছেন নিউজিল্যান্ডের অ্যালান আইজাকের। দায়িত্ব নিয়ে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ক্রিকেটপাগল বাংলাদেশের মানুষের কাছে আমি কৃতজ্ঞ। চেষ্টা করব দেশের মুখ উজ্জ্বল করতে।
প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির সভাপতি হয়েছেন। সভাপতি হিসেবে বাংলাদেশের ক্রিকেটকে কতটা সহায়তা করতে পারবেন?
মুস্তফা কামাল : এটা বাংলাদেশের মানুষের জন্য অনেক বড় প্রাপ্তি। আমি বাংলাদেশের মানুষের কাছে কৃতজ্ঞ। আইসিসির সভাপতি, চেয়ারম্যান কিংবা সিইও, কারো পক্ষেই কখনো ব্যক্তিগতভাবে সহায়তা করা সম্ভব নয়। আইসিসি একটি সংস্থা। সভাপতি হিসেবে আমার পক্ষেও সেটা সম্ভব নয়। ক্রিকেট উন্নয়নের জন্য প্রতিটি দেশের নিজস্ব বোর্ড আছে। তাদের সভাপতি আছেন। উন্নয়নের জন্য তাদেরকেই কাজ করতে হবে। আমি একজন বাংলাদেশি হিসেবে দেখতে চেষ্টা করব বাংলাদেশের বিপক্ষে যাতে কোনো অন্যায় না হয়। আইসিসির সভার বাইরে অন্য দেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে সহায়তা করতে পারব। এর বাইরে কোনো কিছু সম্ভব নয়।
সভাপতি হিসেবে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে কীভাবে
তুলে ধরবেন?
মুস্তাফা কামাল : আইসিসি একটি ক্রিকেটীয় সংস্থা। এর বিভিন্ন অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকতে হবে আমাকে। বক্তব্য রাখব। তখন চেষ্টা করব নানাভাবে বাংলাদেশকে তুলে ধরার।
আইসিসির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের শীতল লড়াই চলছে। এই লড়াই আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ক্ষতিকর
কি না?
মুস্তফা কামাল : ভারতের সঙ্গে আইসিসির শীতল লড়াই চলছে বলে মনে করি না। কোনো দেশের বোর্ডের সঙ্গে আইসিসির সম্পর্ক বাজে হয় না। আইসিসির সম্পর্ক ক্রিকেটের সঙ্গে।
প্রতিবেশী দলগুলোর মানোন্নয়নে আপনার ভূমিকা কতটা জোরালো হবে?
মুস্তফা কামাল : প্রতিবেশী দেশগুলোর মধ্যে কোনো বাজে সম্পর্ক নেই। ভারত ও পাকিস্তানের কথা যদি বলা হয়, সেটা রাজনীতিতে। কিন্তু ক্রিকেটে নয়। দুই দেশের ক্রিকেটারদের মধ্যে সুসম্পর্ক বিদ্যমান। আইসিসির কাজ ক্রিকেটের সঙ্গে। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতির সঙ্গে নয়। খেলা ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে আইসিসি ভাবে না। আমি মনে করি বিশ্বের প্রতিটি দেশের ক্রিকেট বোর্ডেরই সবার সঙ্গে সবার খুব ভালো সম্পর্ক। নিরাপত্তার জন্য হয়তো কখনো কোনো আসর সরিয়ে নিতে বাধ্য হয় আইসিসি। তবে সেগুলো করা হয় সবার স্বার্থ চিন্তা করে।
২০১৯ বিশ্বকাপের বাছাইপর্ব খেলার পাশাপাশি আইসিসি সহযোগী দেশগুলোর চ্যাম্পিয়ন দলের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে হবে বাংলাদেশকে। এদেশের ক্রিকেটের জন্য এটা কতটা হুমকি?
মুস্তফা কামাল : দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলছে বাংলাদেশ। ভালো ক্রিকেট খেলেই বাংলাদেশকে নিজের অবস্থান তৈরি নিতে হবে। যে আইন তৈরি করা হয়েছে, সেটা এক সময় হয়তো পরিবর্তন হবে। তবে মনে রাখতে হবে, আইনটি শুধু বাংলাদেশের জন্য তৈরি করা হয়নি। শর্ত সবার জন্য সমান। ভবিষ্যতে আরও অনেক দেশ খেলতে আসবে। সে ক্ষেত্রে নিজেদের অবস্থান নিতে হবে বাংলাদেশকে। আসন্ন বিশ্বকাপে (২০১৫) বাংলাদেশ অংশ নিবে র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ডের উপরে থেকে। এমন অবস্থান ভালো খেলেই করতে হবে। আমি বিশ্বাস করি বাংলাদেশ ভালো খেলেই নিজেদের অবস্থান তৈরি করে নিবে।
‘বিগ থ্রি’কে (ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড) সমর্থন করে আসলেই কি বাংলাদেশের ক্রিকেটের লাভ হয়েছে?
মুস্তফা কামাল : আমি মনে করি সব দেশই সমর্থন করেছে বিষয়টিকে। বাংলাদেশ সমর্থন না করলেও তাদের প্রস্তাব জিতে যেত। আমি মনে করি সব সময়ই লাভজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ, এশিয়া কাপ আয়োজেন করেছে। সাংগঠনিকভাবে নিজেদের প্রমাণ করেছে বাংলাদেশ। এখন শুধু মাঠে পারফরম্যান্স করতে হবে। সেই লক্ষ্যেই খেলতে হবে বাংলাদেশকে।
শিরোনাম
- ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রীর
- বার্সাকে কাঁদিয়ে ৩১ মে ফাইনালে ইন্টার
- ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তর ধ্বংসের দাবি পাকিস্তানের
- হামলার জেরে পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা
- ‘অপারেশন সিঁদুর’, অভিযান নিয়ে যা জানাল ভারত
- জাতীয় নিরাপত্তা নিয়ে বৈঠক ডাকলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- ভারত-পাকিস্তানকে সামরিক সংযম দেখাতে জাতিসংঘের আহ্বান
- ভারতের হামলা ‘লজ্জাজনক’: মন্তব্য ট্রাম্পের
- পাক-অধিকৃত কাশ্মীরসহ ৯ স্থানে ভারতের হামলা
- শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষে শিক্ষক নিহত
- ইয়েমেনে বিমান হামলা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- যুক্তরাজ্যে ভিসা নীতিতে কড়াকড়ি, নজরে পাকিস্তানসহ একাধিক দেশ
- বাংলাদেশ-সৌদি প্রতিরক্ষা সহযোগিতা: প্রথম যৌথ কমিটির সভা ঢাকায় অনুষ্ঠিত
- ৬ বছর বয়সী ‘বিশ্বের সবচেয়ে সুন্দর’ সেই মেয়ের বয়স এখন ২৪, তবে...
- দুই দিনের বৃষ্টিতে গুজরাটে ১৪ জনের মৃত্যু, আহত ১৬
- ধর্ষণের অভিযোগে ভারতীয় ক্রিকেটার গ্রেফতার
- সকালে পরাজয়, বিকালে জয়ী জার্মানির চ্যান্সেলর মেৎস
- বিয়ের কেনাকাটা করতে গিয়ে প্রাণ গেল বরের
- ফিফার অনুমোদন, বাংলাদেশের হয়ে খেলতে বাধা নেই সামিতের
- কানাডা থেকে আলাদা হতে চায় আলবার্টা!
দেশের মুখ উজ্জ্বল করাই লক্ষ্য
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর