শিরোনাম
- সনদ তৈরির পথরেখা দ্রুতই দেয়া হবে : আলী রীয়াজ
- যুদ্ধের আশঙ্কায় যুবকদের ট্রেনিং দিচ্ছে ভারত
- আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে সবচেয়ে বাজে অবস্থায় বাংলাদেশ
- কেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের ছাঁটাই করছে ট্রাম্প প্রশাসন?
- বাংলাদেশের কাছে এমন হারের কারণ জানালেন কিউই অলরাউন্ডার
- স্থায়ীভাবে পুরো গাজা দখলের দিকে এগোচ্ছে ইসরায়েল?
- আইপিএল প্লে-অফে যেতে কার কী সমীকরণ?
- সৌদি, কুয়েত ও জর্ডানে ভয়াবহ ধূলিঝড়
- ইসলামের দৃষ্টিতে শাম অঞ্চলের ভৌগোলিক গুরুত্ব
- আর্সেনাল ম্যাচের আগে পিএসজিকে স্বস্তি দিলেন দেম্বেলে
- তারকাদের নিয়ে সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি শুরু
- শ্রমিকের ৮০০ কোটি টাকা স্বপনের পেটে
- খাদ্য নিরাপত্তায় বিনিয়োগে জোর বাণিজ্য উপদেষ্টার
- স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়লে অভিবাসীদের ভাতা দেবে ট্রাম্প প্রশাসন
- হজযাত্রীদের প্রতি ধর্ম মন্ত্রণালয়ের বার্তা
- ঢাকার ৩৩টি খাল দখল-দূষণ মুক্ত রাখতে সেচ্ছাসেবক নিয়োগ
- সামরিক মহড়ার আগেই ডুবে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাহাজ
- ‘ভাইয়ার দিকে খেয়াল রেখো’, বিমানে ওঠার আগে বললেন খালেদা জিয়া
- চসিক মেয়রে সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
- শ্রীলঙ্কার কাছে হেরে সিরিজ জয়ের অপেক্ষা বাড়ল যুবাদের
কোস্টারিকার ইতিহাস
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

রেসিফের অ্যারেনা পারনামবুকো স্টেডিয়ামে একসঙ্গে ঘটল দুটি ঘটনা। কোস্টারিকার ইতিহাস এবং গ্রীক ট্যাজেডি! একদিকে সাফল্যের শীর্ষে উঠার আনন্দঘন গল্প, অন্যদিকে বেদনার কাব্যগাথা। যদিও বিশ্বকাপের নকআউট পর্বে প্রতিটি ম্যাচের শেষেই হাসি-কান্না মিলেমিশে একাকার হয়ে যায়। তারপরেও কোস্টারিকা বনাম গ্রীসের ম্যাচটি ছিল সম্পূর্ণ আলাদা। এই ম্যাচে দুই দলের সামনেই ছিল ইতিহাস গড়ার সুযোগ। কেননা এর আগে গ্রীস কিংবা কোস্টারিকা কোনো দলই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পায়নি। শেষ পর্যন্ত কোস্টারিকারই জয়জয়কার।
চমকের ধারাবাহিক বজায় রেখে এ ম্যাচেও ৫২ মিনিটে অধিনায়ক রুইজের গোলে এগিয়ে যায় কোস্টারিকা। এরপর থেকেই ঘটতে থাকে একের পর এক নাটকীয় ঘটনা। ৬৬ মিনিটে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখায় মাঠ থেকে বহিস্কার হয়ে যান অস্কার ডুরাটে। কোস্টারিকা তখন ১০ জনের দল। গ্রীসের সামনে দাঁড়ানোর কথাই নয়। অথচ উল্টো নিজেদের দাপট বজায় রেখে আগের মতোই আক্রমণ শাণিত করতে থাকে মধ্য আমেরিকার দলটি। এই সময় অবশ্য সামারাসের নেতৃত্বে বেশ কয়েকটি বিপজ্জনক আক্রমণ করে গ্রীস। কিন্তু সাফল্যের মুখ দেখেনি একবারও। সাবেক ইউরো চ্যাম্পিয়নদের একেকটি আক্রমণ দক্ষতার সঙ্গেই ব্যর্থ করে দেয় কোস্টারিকার রক্ষণভাগ ও গোলরক্ষক নাভাস। কিন্তু নাটকীয়ভাবে অতিরিক্ত সময়ে সক্রেটিসের গোলে খেলায় সমতা ফেরায় গ্রীস। মজার ব্যাপার হচ্ছে, একজন কম খেলোয়াড় নিয়েও অতিরিক্ত সময়ে গ্রীকদের রুখে দেয় কোস্টারিকা। তারপর টাইব্রেকার ভাগ্যে নায়ক সেই নাভাস। গ্রীক তারকা গেটাকের দুর্দান্ত শট রুখে দিয়ে কোস্টারিকায় ইতিহাসের পাতায় পৌঁছে দিলের গোলরক্ষক নাভাস। ব্রাজিল বিশ্বকাপে কোস্টারিকা যেন ‘অলৌকিক’ ঘটনাকে স্বাভাবিক বানিয়ে ফেলেছে। তিন বিশ্বচ্যাম্পিয়নের সঙ্গে তারা মৃত্যুকূপ ‘ডি’ গ্র“পে পড়েছিল। দ্বিতীয় রাউন্ড তো দূরের কথা কোস্টারিকা ‘এক’ পয়েন্টও পাবে কিনা তা নিয়েই ছিলেন ফুটবলপ্রেমীরা! কিন্তু সেই কোস্টারিকা কী চমকই না দেখালো। প্রথম ম্যাচে তারা ৩-১ গোলে উড়িয়ে দিল উরুগুয়েকে। দ্বিতীয় ম্যাচে তারা বধ করলো ইতালিকে। শেষ ম্যাচে কোস্টারিকার কাছে নাস্তানাবুদ ইংল্যান্ড। আর নকআউট পর্বে তাদের আগুনে পুড়ল ইউরো চ্যাম্পিয়ন গ্রীস। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো কোস্টারিকা। এর আগে ১৯৯০ সালেও তারা দ্বিতীয় রাউন্ডে উঠেছিল। গ্র“প পর্বে তারা পরাজিত করেছিল সুইডেন ও স্কটল্যান্ডকে। তবে সেই কোস্টারিকার চেয়ে এই কোস্টারিকা আরও ভয়ঙ্কর। যারা একের পর এক দৈত্য বধ করে চলেছে। এবার শেষ আটের লড়াই তাদের সামনে নেদারল্যান্ডস। ফেবারিটের তকমাটা ডাচদের গায়ে থাকলেও কোয়ার্টার ফাইনালে পিছিয়ে থাকবে না কোস্টারিকাও। তাছাড়া প্রতিপক্ষ ইউরোপীয়ান দল বলেই তাদের সামনে থাকছে আরেকটা ‘মিরাকল’ ঘটনোর সুযোগ। সত্যি বলতে কি, টানা চার ম্যাচে চার চ্যাম্পিয়ন দলকে নাকানিচুবানি খাওয়ানোর পরও কোস্টারিকার জয়কে ‘মিরাকল’ নাম দিয়ে ছোট করে দেখার উপায় আছে?
এই বিভাগের আরও খবর