সম্প্রতি ইন্টারনেট দুনিয়ায় ছেয়ে গেছে বরফ পানিতে তারকাদের গোসলের দৃশ্য। রোনালদো থেকে শুরু করে নেইমার, মেসি, টেরি, রদ্রিগেজ পর্যন্ত এই তালিকায় নাম লিখিয়েছেন। ক্রীড়া জগতের বাইরে-বিল গেটস, লেডি গাগাদেরও এমন কাণ্ড করতে দেখা গেছে। এমন গোসলের রহস্য কী?
এই গোসলের আসল নাম হচ্ছে ‘আইস বাকেট চ্যালেঞ্জ’। এক্ষেত্রে একজনের মাথার ওপর আরেকজন বরফের পানি ঢালবেন। যার মাথার ওপর পানি ঢালা হবে, তিনি আবার অরেকজনকে চ্যালেঞ্জ করবেন।
ব্যাপারটা শুধু গোসলেই সীমাবদ্ধ থাকবে না। কাউকে চ্যালেঞ্জ করার পর তিনি যদি এটা করতে না পারেন, তবে এএলএস নামের একটি দাতব্য সংস্থার অ্যাকাউন্টে তাকে একশ ইউএস ডলার দান করতে হবে।
পেছনের গল্প: এটা প্রথম শুরু করেন আমেরিকার এক বেসবল তারকা। এক এএলএস রোগীকে সাহায্য করতে গিয়ে তিনি তার এক বন্ধুর আইডিয়ায় বরফপানিতে গোসল করে ইন্টারনেটে ছেড়ে দেন। এরপর এই মিছিলে যোগ দিতে থাকেন দুনিয়ার বাঘা বাঘা তারকারা। সম্প্রতি ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গও বরফ পানিতে গোসল করেছেন। তবে তার মাথায় তিনি নিজেই পানি ঢেলেছেন।
এটা শুরুর পর থেকে এখন পর্যন্ত ফেইসবুকে ১ দশমিক ২ মিলিয়ন ভিডিও শেয়ার করা হয়েছে। আর আর্থিক অনুদান হিসাবে সংস্থাটির অ্যাকাউন্টে যোগ হয়েছে ২৩ মিলিয়ন ইউএস ডলার।
এএলএস কী: এটি মূলত একটি রোগের নাম। এই রোগে আক্রান্ত হলে রোগীর প্যারালাইজড হওয়ার সম্ভাবনা থাকে। পৃথিবীর প্রতি এক লাখে দুই জন এই রোগে আক্রান্ত হয়।