চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ ম্যাচে তুরস্কের ক্লাব বেসিকতাসের সঙ্গে ড্র করল আর্সেনাল। আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা অতিথি হয়ে গোল শুন্য ড্র করেছে। এদিকে ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্সেনাল ফুটবলার অ্যারন রাম্পসি। এদিন গানারদের হয়ে ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলতে নামেন এই ওয়েলস তারকা।
ম্যাচের আগে বেসিকতাসের ক্রোয়েশিয়ান কোচ স্লাভেন বিলিক বলেছিলেন, ‘আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা অনেক দ্রুতগতির ফুটবলার। রাম্পসিকে আটকে রাখতে পারলে আমরা ড্র নিয়ে মাঠ ছাড়তে পারব। তবে আমাদের ১৫ মিলিয়ন সমর্থকদের সঙ্গে নিয়ে যদি ম্যাচটি জিতে যাই, তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না।’
খেলার শেষ মুহুর্তে বেসিকতাসের খেলোয়াড় ওগুজান ওজায়াকুপের জার্সি ধরে টানাটানি করলে আগে হলুদ কার্ড পাওয়া রাম্পসিকে লাল কার্ড দেখান রেফারি। ফিরতি লেগে এমিররেটস স্টেডিয়ামে খেলতে পারবেন না এই উইঙ্গার।
ম্যাচে দুই দলই বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল। তবে ইস্তানবুলে নিজেদের মাঠে খেলা হলেও খেলায় সুবিধা নিতে পারেনি বেসিকতাস। বিশেষ করে খেলার শেষ দিকে দশ জনের দলে পরিনত হওয়া প্রিমিয়ার লিগের ক্লাবটির বিপক্ষে গোল করতে ব্যর্থ হয়েছে তুরস্কের ক্লাবটি।