তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। রিপোর্ট লেখা পর্যন্ত ৩০ ওভার ব্যাট করে সফরকারীদের সংগ্রহ ৪ উইকেটে ১২৬ রান।
গ্রেনাডায় অনুষ্ঠিত এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয় প্রথমে ধীর গতিতে শুরু করেন। ওপেনিং জুটিতে এই দুই জন ৪১ রান তুলতে খেলেন ১২.১ ওভার। এরপর দলীয় ৪১ রানের মাথায় স্বাগতিক পেসার হোল্ডারের বলে পোলার্ডের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তামিম। ফেরার আগে ৪৭ বল খেলে ৩ চারে ২৬ রান করেন তিনি।
এরপর নিয়মিত বিরতিতে অল্প সময়ের মধ্যে আরো দুটি উইকেট হারায় মুশফিকরা। দলীয় ৬৯ রানের মাথায় ওয়ান ডাউনে নামা ইমরুল কায়েস (৯) রান করে প্যাভিলিয়নে ফেরেন।
এছাড়া দলীয় ৮০ রানের মাথায় আরো একটি উইকেট হারায় সফরকারীরা। টপ অর্ডার ব্যাটসম্যান শামসুর রহমান মাত্র ৮ রান করে ব্রাভোর বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।
পরপর একপ্রান্ত থেকে তিনটি উইকেট হারালেও অপর প্রান্তে রিপোর্ট লেখা পর্যন্ত অপরাজিত ছিলেন ওপেনার এনামুল হক বিজয়। ৮০ বল খেলে ৪টি চারের সাহায্যে ৫৯ রান নিয়ে ব্যাট করেছেন তিনি। এনামুলের সঙ্গে এখন উইকেটে আছেন মাহমুদল্লাহ। এর আগে দলীয় অধিনায়ক মুশফিকুর রহিম ১২ রান করে আউট হন।