দায়িত্ব নিয়ে বোমা ফাটিয়েছেন ইতালির নবনিযুক্ত কোচ অ্যান্টোনিও কন্টে। বিশ্বের অন্যান্য শীর্ষ সারির ফুটবল দলগুলোর তুলনায় ইতালিতে মেধাবী ফুটবলারের অভাব রয়েছে। তবে এটাও জানিয়েছেন, এ কারণে তিনি মোটেও হতাশ নন। বরং যারা আছে তাদের নিয়েই কন্টে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। খুব দ্রুতই তিনি শীর্ষ সারির দলগুলোর সঙ্গে সামর্থ্যরে পার্থক্যটা কমিয়ে ফেলতে চান।
ব্রাজিল বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে ইতালি বাদ পড়ার পরই পদত্যাগ করেন সিজার প্রানদেলি। তার স্থলাভিষিক্ত হন জুভেন্টাসের সাবেক বস কন্টে। গত মঙ্গলবার রোমে নতুন কোচ হিসেবে কন্টেকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। আর প্রথম সংবাদ সম্মেলনেই বোমা ফাটিয়েছেন তিনি। সেই সঙ্গে ইতালির হারানো গৌরবও ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করার কথা বলেছেন। কন্টে বলেন, ‘অন্যান্য কোচের মতো আমিও রক্ত-মাংসে গড়া মানুষ। আমারও আবেগ-অনুভূতি আছে। এখানে আসতে পেরে আমি ভীষণ আনন্দিত। বলতে পারেন উচ্ছ্বসিত। যে কোনো কোচই এ ধরনের চাকরি খুঁজে থাকেন। তারপরও আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। তবে বিদায়ী কোচ সিজার প্রানদেলিকে শ্রদ্ধা জানাতে চাই। তিনি চার বছর এই দায়িত্বে ছিলেন এবং দারুণভাবে সফলতার সঙ্গে কাজ করেছেন।’
ইতালির নতুন কোচ নিজের লক্ষ্য সম্পর্কে বলতে গিয়ে জানান, ‘আমার লক্ষ্য একটাই- জয়। সবসময় আমার একটাই কাজ থাকে- জয়ের উৎস খোঁজা। অন্যান্য দেশগুলোর জাতীয় দলে আমাদের তুলনায় ভালো মানের খেলোয়াড় রয়েছে। মেধার দিক দিয়েও আমরা কিছু মনে হয় পিছিয়ে। কিন্তু আমি মনে করি, একটি দল হিসেবে খেললে আমরা এই পার্থক্য কমিয়ে আনতে পারব। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। আর চ্যালেঞ্জ আমি আনন্দের সঙ্গেই গ্রহণ করছি।’
ইতালির দায়িত্ব নেওয়ার আগে জুভেন্টাসের হয়ে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। ইতালিয়ান ক্লাবটিকে তিন লিগ শিরোপা এনে দিয়েছেন। কিন্তু উভয় পক্ষের সমঝোতায় এক মাস আগেই তিনি চাকরি ছাড়েন। মনে মনে কন্টে সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ইতালি ছাড়বেন। ভাষাও শিখছিলেন।
কিন্তু এরই মধ্যে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের ফোন পান। কন্টে বলেন, ‘আমি বিদেশে যাওয়ার চিন্তা করছিলাম। এ জন্য ভাষাও শিখছিলাম। ঠিক সেই মুহূর্তেই ইতালিয়ান ফুটবল ফেডারেশন থেকে আমার কাছে ফোন আসে। এরপর তো ইতালির জাতীয় দলের দায়িত্বই নিলাম।’
শিরোনাম
- 'দাঁতভাঙা জবাব' দিয়েছে পাকিস্তান, শেহবাজের দাবি
- সৃষ্টিশীলতার মাধ্যমে সভ্যতা বিনির্মাণে প্রতিনিয়ত অবদান রেখে যাচ্ছেন প্রকৌশলীরা
- রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য চাই: ব্রাহ্মণবাড়িয়ায় গোলটেবিল বৈঠকে বক্তারা
- পাকিস্তানের সঙ্গে সংঘাত ভারতকে ‘নিরাপদ বিনিয়োগ গন্তব্য’ ভাবার পথে বাধা হবে: রয়টার্স
- ভারত থেকে এভাবে ‘পুশ–ইন’ সঠিক প্রক্রিয়া নয় : খলিলুর রহমান
- ৬৭ টেস্ট, ৪৩০১ রান: বিদায় বললেন রোহিত শর্মা
- বাংলাদেশিদের ভিসা চালুর অগ্রগতিতে আরব আমিরাতকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার
- কুড়িগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
- উলবাকিয়া মশায় ডেঙ্গু নিয়ন্ত্রণে বাংলাদেশে আশা দেখছেন গবেষকরা
- পারমাণবিক যুদ্ধের সম্ভাবনার হুঁশিয়ারি পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রীর
- রোগীদের সুস্থতায় নার্সদের ভূমিকা গুরুত্বপূর্ণ : চসিক মেয়র
- সিরাজগঞ্জে আন্দোলনে আহতদের মাঝে ২ কোটি ৪৯ লাখ টাকার চেক বিতরণ
- টেস্ট থেকে অবসরের ঘোষণা রোহিত শর্মার
- দেশে প্রথমবারের মতো দুইটি ‘জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষণা
- পাকিস্তানে ভারতের হামলা ‘সর্বাত্মক যুদ্ধের’ ঝুঁকি বাড়িয়েছে: তুরস্ক
- পুলিশের ৯ অতিরিক্ত ডিআইজিকে বদলি
- পাকিস্তান-ভারত উত্তেজনার মধ্যেও চলবে পিএসএল
- রৌমারী-ভূরুঙ্গামারী সীমান্তে ৩৬ রোহিঙ্গা ও ৮ বাংলাদেশিসহ আটক ৪৪
- পাকিস্তানের হামলায় ভারতে হতাহত বেড়ে ৫৮: ভারতীয় সেনাবাহিনী
- 'শব্দদূষণ রোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই'
তবু আশাবাদী কন্টে
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর