দায়িত্ব নিয়ে বোমা ফাটিয়েছেন ইতালির নবনিযুক্ত কোচ অ্যান্টোনিও কন্টে। বিশ্বের অন্যান্য শীর্ষ সারির ফুটবল দলগুলোর তুলনায় ইতালিতে মেধাবী ফুটবলারের অভাব রয়েছে। তবে এটাও জানিয়েছেন, এ কারণে তিনি মোটেও হতাশ নন। বরং যারা আছে তাদের নিয়েই কন্টে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। খুব দ্রুতই তিনি শীর্ষ সারির দলগুলোর সঙ্গে সামর্থ্যরে পার্থক্যটা কমিয়ে ফেলতে চান।
ব্রাজিল বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে ইতালি বাদ পড়ার পরই পদত্যাগ করেন সিজার প্রানদেলি। তার স্থলাভিষিক্ত হন জুভেন্টাসের সাবেক বস কন্টে। গত মঙ্গলবার রোমে নতুন কোচ হিসেবে কন্টেকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। আর প্রথম সংবাদ সম্মেলনেই বোমা ফাটিয়েছেন তিনি। সেই সঙ্গে ইতালির হারানো গৌরবও ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করার কথা বলেছেন। কন্টে বলেন, ‘অন্যান্য কোচের মতো আমিও রক্ত-মাংসে গড়া মানুষ। আমারও আবেগ-অনুভূতি আছে। এখানে আসতে পেরে আমি ভীষণ আনন্দিত। বলতে পারেন উচ্ছ্বসিত। যে কোনো কোচই এ ধরনের চাকরি খুঁজে থাকেন। তারপরও আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। তবে বিদায়ী কোচ সিজার প্রানদেলিকে শ্রদ্ধা জানাতে চাই। তিনি চার বছর এই দায়িত্বে ছিলেন এবং দারুণভাবে সফলতার সঙ্গে কাজ করেছেন।’
ইতালির নতুন কোচ নিজের লক্ষ্য সম্পর্কে বলতে গিয়ে জানান, ‘আমার লক্ষ্য একটাই- জয়। সবসময় আমার একটাই কাজ থাকে- জয়ের উৎস খোঁজা। অন্যান্য দেশগুলোর জাতীয় দলে আমাদের তুলনায় ভালো মানের খেলোয়াড় রয়েছে। মেধার দিক দিয়েও আমরা কিছু মনে হয় পিছিয়ে। কিন্তু আমি মনে করি, একটি দল হিসেবে খেললে আমরা এই পার্থক্য কমিয়ে আনতে পারব। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। আর চ্যালেঞ্জ আমি আনন্দের সঙ্গেই গ্রহণ করছি।’
ইতালির দায়িত্ব নেওয়ার আগে জুভেন্টাসের হয়ে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। ইতালিয়ান ক্লাবটিকে তিন লিগ শিরোপা এনে দিয়েছেন। কিন্তু উভয় পক্ষের সমঝোতায় এক মাস আগেই তিনি চাকরি ছাড়েন। মনে মনে কন্টে সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ইতালি ছাড়বেন। ভাষাও শিখছিলেন।
কিন্তু এরই মধ্যে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের ফোন পান। কন্টে বলেন, ‘আমি বিদেশে যাওয়ার চিন্তা করছিলাম। এ জন্য ভাষাও শিখছিলাম। ঠিক সেই মুহূর্তেই ইতালিয়ান ফুটবল ফেডারেশন থেকে আমার কাছে ফোন আসে। এরপর তো ইতালির জাতীয় দলের দায়িত্বই নিলাম।’
শিরোনাম
- বরিশালে ইন্টার্ন চিকিৎসকের ২৪ ঘন্টার আল্টিমেটাম, শিক্ষার্থীদের ক্লাস বর্জন
- প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোকে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- যশোরে ভাবিকে ধর্ষণের চেষ্টা, দেবর গ্রেফতার
- মিয়ানমারে ক্ষমতা দখলের পর এই প্রথম নির্বাচনের ঘোষণা জান্তার
- হরিণের সঙ্গে ধাক্কা, প্রাক্তন বিশ্ব সুন্দরী সেনিয়া অ্যালেক্সান্ড্রোভার মর্মান্তিক মৃত্যু
- যুদ্ধ বন্ধে ইউক্রেনকে যেসব বিষয়ে ছাড় দিতে হবে, জানালেন ট্রাম্প
- দোতরা হারালেও থেমে নেই আমজাদ বয়াতির গান
- ‘সুপারম্যান’-এর খলনায়ক টেরেন্স স্ট্যাম্প আর নেই
- কারাগারে কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল
- রোকেয়া স্মৃতিকেন্দ্রে মনোহর সেঞ্চুরি প্ল্যান্ট, দর্শনার্থীদের আকর্ষণ
- বরিশাল মেডিকেলে মারধর: হামলাকারীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে শুনানি শুরু ২৪ আগস্ট
- ঝালকাঠিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
- পিএসসির সামনে নন-ক্যাডারে সুপারিশপ্রাপ্তদের অবস্থান কর্মসূচি
- চাঁদপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
- ঘুমধুম সীমান্তে আরাকান আর্মি সন্দেহে আটক ২, স্বীকারোক্তি একজনের
- পঞ্চগড়ে মৎস্য সপ্তাহ উদ্বোধন, সচেতনতার আহ্বান
- গোপালগঞ্জে মৎস্য সপ্তাহে মাছের পোনা অবমুক্ত
- মোংলায় মৎস্য সপ্তাহের উদ্বোধন
- কুষ্টিয়ায় নিখোঁজের পরদিন ভ্যানচালকের মরদেহ উদ্ধার
তবু আশাবাদী কন্টে
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর