দিয়েগো সিমিওনের কৌশলের কাছে আরও একবার ধরা খেল রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এগিয়ে গিয়েও জিততে পারল না গ্যালাকটিকোরা। বরং অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করায় অনেকটাই এগিয়ে গেল অ্যাথলেটিকো মাদ্রিদ। দ্বিতীয় লেগে ঘরের মাঠে গোলশূন্য ড্র করতে পারলেই শিরোপা জিতে যাবে অ্যাথলেটিকো।
রিয়ালে বিশ্বকাপের ‘গোল্ডেন বুট’ জয়ী জেমস রদ্রিগেজের অভিষেকটা হলো স্বপ্নিল। কলম্বিয়ান এই তারকা ফুটবলারের গোলেই খেলার ৮০ মিনিটে এগিয়ে গিয়েছিল রিয়াল। কিন্তু খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে রাউল গার্সিয়ার দুর্দান্ত এক গোলে জয়বঞ্চিত হয় রোনালদোরা। তবে অ্যাথলেটিকোর সমর্থকরা যেভাবে উৎসব করল, তাতে মনে হলো যেন শিরোপাই জিতেছে তারা। অবশ্য যখন সবাই ধরেই নিয়েছিল রিয়াল জিতে যাচ্ছে। এমন মুহূর্তে সমতা আনা তো আর চাট্টিখানি কথা নয়।
কাল বেশ কয়েকটি গোলের সহজ সুযোগ নষ্ট করেছেন রিয়ালের গ্যারেথ বেল ও টনি ক্রুস। আর দলের সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোকে তো খুঁজেই পাওয়া যায়নি। মাঠে যতক্ষণ ছিলেন নিজের ছায়া থেকেই যেন বের হতে পারেননি পর্তুগিজ তারকা। ইনজুরির কারণে তাকে পুরো সময় খেলার দুঃসাহস দেখাননি কোচ কার্লো আনচেলত্তি। দ্বিতীয়ার্ধে রোনালদোকে তুলে তার জায়গায় মাঠে নামানো হয় রদ্রিগেজকে। মাঠে নেমেই বাজিমাত করেন কলম্বিয়ান তারকা। করিম বেনজেমার শট প্রতিহত করে দেয় অ্যাথলেটিকো। কিন্তু ফিরতি বলে দুর্দান্ত এক শটে রিয়ালের জার্সিতে প্রথম গোল আদায় করে নেন রদ্রিগেজ। রিয়ালের সমর্থকরা যখন বিজয় উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই গোল পরিশোধ করে দেয় অ্যাথলেটিকো। কর্নার থেকে গোল করেন গার্সিয়া। ম্যাচ শেষে খেলোয়াড়দের প্রশংসা করেছেন অ্যাথলেটিকো কোচ সিমিওনে। তিনি বলেন, ‘ছেলেরা দারুণ খেলেছে। প্রথমার্ধে আমরা রিয়ালের সঙ্গে সমান তালে লড়েছি। কিন্তু দ্বিতীয়ার্ধে ডি মারিয়া মাঠে নামার পর আমরা কিছুটা পিছিয়ে পড়েছিলাম। তবে শেষ পর্যন্ত খেলায় সমতা আসায় খুবই ভালো লাগছে।’ অন্য রিয়াল কোচ আনচেলত্তি শুনিয়েছেন হতাশার কথা, ‘প্রথমার্ধেই রোনালদোর মাংসপেশিতে টান পড়ে। এখনই বোঝা যাচ্ছে না আঘাত কতটা গুরুতর। তবে পরীক্ষার পর জানা যাবে।’ তবে ঘরের মাঠে জিততে না পারলেও অ্যাথলেটিকোর মাঠে জিতেই রিয়াল সুপার কাপ চ্যাম্পিয়ন হবে বলে মনে করেন রিয়াল কোচ।
শিরোনাম
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- ইতিহাসে দীর্ঘতম হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শাটডাউন
- ভাল্লুকের আক্রমণ ঠেকাতে সেনা মোতায়েন করল জাপান
- ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : ডা. জাহিদ
- ‘আরবান ট্রি মিউজিয়াম’, ‘বৃক্ষ সেবা ও ছাদবাগান সহায়তা কেন্দ্র’ গড়ে তুলছে ডিএনসিসি
- রংপুরে বেড়েছে খড়ের কদর, লাভবান কৃষক
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৪৮
- জকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২২ ডিসেম্বর
- পাইলটের উড্ডয়নের ত্রুটির কারণে মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়
- উন্নয়নশীল দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে: পরিবেশ উপদেষ্টা
- ওয়ারীতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে ফের পুরস্কার ঘোষণা
রদ্রিগেজের গোলের পরও রিয়ালের হোঁচট
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর