অবশেষে পদত্যাগ করলেন ওয়েস্ট ইন্ডিজের কোচ ওটিস গিবসন। বাংলাদেশের বিরুদ্ধে চলতি সফরে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন সাবেক অধিনায়ক ও দলের ম্যানেজার রিচি রিচার্ডসন। বেশ কিছুদিন থেকেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে তার মনোমালিন্য চলছিল। বোর্ড তার পারফরম্যান্সে মোটেও সন্তুষ্ট ছিল না। তারপরও ক্রিকেট বোর্ড চাচ্ছিল সম্মানের সঙ্গেই গিবসনকে বিদায় দেবেন। কিন্তু তার আগেই পদত্যাগ করলেন তিনি। অবশ্য উইন্ডিজ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, গিবসন নাকি পারস্পরিক সমঝোতার মাধ্যমেই চাকরি ছেড়ে দিয়েছেন। তিনি কোনো রাগ কিংবা অভিমানে পদত্যাগ করেননি।
তবে ক্রিকেট বোর্ড ব্যাখ্যা যাই দিক না কেন, গিবসন বুঝতে পেরেছিলেন বোর্ড তাকে ছেঁটে ফেলতে পারে যে কোনো মুহূর্তে, তাই দ্রুত পদত্যাগের ঘোষণা দিয়ে ফেলেন। গিবসনের অধীনে গত চার বছরে টেস্টে খুব একটা ভালো করতে পারেনি উইন্ডিজ।