ওয়েস্ট ইন্ডিসের কাছে কাল আরো একবার লজ্জাজনক হারল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৭৭ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে হাথুরুসিংহের শিষ্যদের। এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। আর টানা হারের পরিসংখ্যান আরেকটু ভারী করেছেন মুশফিকরা।
গতকালের ম্যাচে বাংলাদেশ ৭০ রানে অলআউট হয়। যা বাংলাদেশের তৃতীয় সর্বনিম্ন রানের ইনিংস।
ওয়ানডেতে বাংলাদেশের সর্বনিম্ন রানের ইনিংস দুটিই ৫৮ রানের। গত মার্চে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এই রানে অলআউট হয় বাংলাদেশ।
এর আগে ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপে একই ভেন্যুতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫৮ রানে অলআউটের লজ্জায় পুড়েছিল বাংলাদেশ।
সেই বছর আরও দুইবার ১০০ রানের নিচে অলআউট হয় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার কাছে বিশ্বকাপের ম্যাচে ৭৮ ও ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে ৯১ রানে।
কাল প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করে ২৪৭ রান। এর জবাবে ৪২ রানেই নেই বাংলাদেশের ৩ উইকেট। আর ৭০ রানে অলআউট! তামিমের ৩৭ রান ছাড়া বাকি স্কোরগুলো মোবাইল ডিজিট বললে ভুল হবে না। ৭, ১, ৪, ৬, ০, ৬, ২, ২, ০, ০- এই হল বাকি ব্যাটসম্যানদের স্কোর। শঙ্কা ছিল সর্বনিম্ন রানে অলআউট হওয়ার। কিন্তু শেষ অবধি তা থেকে পরিত্রাণ মিলেছে।