উরুগুয়ের ফুটবল স্ট্রাইকার লুইস সুয়াজেকে সবসময় লিভারপুল মিস করবে বলে জানালেন ম্যানচেস্টার সিটির কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি। আর মারিও বালোতেল্লিকে দলে ভেড়ানোর সিদ্ধান্তটা লিভারপুলের জন্য একটি চমৎকার সিদ্ধান্ত বলে মন্তব্য করেন ৬০ বছর বয়সী পেলেগ্রিনি। তিনি বলেন, ‘খুবই বড় মাপের খেলোয়াড় সুয়ারেজ। তার দলে না থাকাটা অনুভব করবে লিভারপুল। আর বালোতেল্লিকে দলে ভেড়ানোর সিদ্ধান্তটা চমৎকার।’
গত মৌসুম শেষেই গুঞ্জন ছিল ইংলিশ ক্লাব লিভারপুল ছাড়তে যাচ্ছেন সুয়ারেজ। সেই গুঞ্জনটা শেষ পর্যন্ত সত্যিই হয়েছে। চলতি মৌসুম শুরুর আগেই প্রায় ৮৮ মিলিয়ন ইউরোতে লিভারপুল ছেড়ে স্প্যানিশ কাব বার্সেলোনায় যোগ দিয়েছেন সুয়ারেজ।
তাই সুয়ারেজকে পুরনো ক্লাব লিভারপুল খুব মিস করবে বলে মনে করেন ম্যানচেস্টার সিটির বস ম্যানুয়েল পেলেগ্রিনি। তিনি বলেন, ‘খুবই গুরুত্বপূর্ণ ও বড় মাপের খেলোয়াড় সুয়ারেজ। তার দলে না থাকাটা অনুভব করবে লিভারপুল। গত মৌসুমে দলের জন্য সেরা পারফরমেন্সটাই ঢেলে দিয়েছিলো সুয়ারেজ। তবে সুয়ারেজকে ছাড়লেও বেশ কিছু ভালো খেলোয়াড় দলে ভিড়িয়েছে লিভারপুল। তাই এবারও দলটি বেশ ব্যালান্সড।’
এবার মৌসুমের জন্য নয়জন নতুন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে লিভারপুল। এরমধ্যে ২০ মিলিয়ন ইউরোতে ইতালিয়ান কাব এসি মিলান ছেড়ে লিভারপুলে যোগ দিয়েছেন ‘ব্যাড বয়’ নামে পরিচিত বালোতেল্লি। তাকে দলে ভেড়ানোটা কাবের ভালো সিদ্বান্ত উল্লেখ করে পেলেগ্রেনি বলেন, ‘বালোতেল্লি লিভারপুলে যোগ দেয়ায় আমি মোটেও অবাক হইনি। কারণ সে (বালোতেল্লি) খুবই ভালো খেলোয়াড়। ম্যানচেস্টার সিটি ছেড়ে ইতালির কাবে যোগ দিয়েছিলো সে। আমার মনে হয় সবখানেই খেলার মতো যোগ্যতা তার (বালোতেল্লি) আছে। এখানেও সে তার ফুটবলশৈলি দেখাবে।’