স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগের খেলা চলাকালে চতুর্থ রেফারির মাথায় আঘাত করায় অ্যাথলেটিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনেকে লাল কার্ড দেখানো হয়েছে। শুক্রবার খেলার ২৫তম মিনিটে সিমিওনের সঙ্গে চতুর্থ রেফারি অ্যান্টনিও সান্তোসের উত্তপ্ত বাকবিতণ্ডা হয়। এ সময় অ্যাথলেটিকো কোচ দিয়েগো সিমিওনে রেফারি
সান্তোসকে মাথার পেছনে মৃদ আঘাত করায় ম্যাচ রেফারি ফার্নান্দেজ বরবালেন তাকে লাল কার্ড দেখান। ম্যাচের অবশিষ্ট ৬৫মিনিট সিমিওনে শিষ্যদের খেলা গ্যালাোরিতে বসে দেখেন। তবে সুপার কাপের শিরোপা জয়ের মধ্য দিয়ে সিমিওনের ক্ষতে প্রলেপ দিয়েছে শিষ্যরা।
শুক্রবার অ্যাথলেটিকোর মাঠ ভিসেন্তে কালদেরনে খেলার তৃতীয় মিনিটে মারিও মানজুকিচের গোলে ১-০ গোলে জয়ের সুবাদে সুপার কাপ জিতে নেয় অ্যাথলেটিকো মাদ্রিদ। এই জয়ের মধ্য দিয়ে গত বছরের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়ালের কাছে হারের প্রতিশোধ নেয়া হয়ে গেল নগর প্রতিদ্বন্দ্বিদের।