ওয়েস্ট ইন্ডিজ দলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন মিকি আর্থার। চলতি সপ্তাহেই ওয়েস্ট ইন্ডিজ কোচের পদ থেকে অপসারিত হয়েছেন ওটিস গিবসন। তারপর থেকেই আর্থারের নাম উঠে আসছে। এর আগে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দলের দায়িত্ব সামলেছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সিইও মাইকেল মুরহেড বলেন, তারা কোচের পদের জন্য অনেকের সঙ্গেই কথাবার্তা বলছেন। তবে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বোর্ড। চলমান বাংলাদেশ সিরিজে ক্যারিবিয়ান ম্যানেজার রিচি রিচার্ডসনই সম্ভবত অন্তর্বর্তী ম্যানেজার হিসেবে দলের দায়িত্ব সামলাচ্ছেন। আপতত তার উপরেই আস্থা রাখছে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড।
২০১২ সালে গিবসনের কোচিংয়েই টি-২০ বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে দলের সাম্প্রতিক খারাপ পারফরম্যান্সের জন্যই তাকে সরানো হয়েছে বলে মনে করা হচ্ছে।