হামবানটোটায় আজ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলংকা তাদের ইনিংসে ৭ উইকেটে ২৭৫ রান করেছে। বৃষ্টির কারণে ম্যাচের প্রতিটি ইনিংস ৫ ওভার কমিয়ে ৪৫ করা হয়।
স্বাগতিকদের ইনিংসে বড় ভূমিকা রেখেছেন অধিনায়ক অ্যাঞ্জেলা ম্যাথিউস এবং মাহেলা জয়াবর্ধনে। ম্যাথিউস ৮৫ বল থেকে করেন ৮৯ রান। আর সদ্য টেস্ট থেকে অবসর নেওয়া জয়াবর্ধনে করেন ৬৩ রান।
ব্যাট করতে নেমে শ্রীলংকা ১৮ ওভারে ৭৫ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে। তবে হাল ধরেন ম্যাথিউস ও মাহেলা। তারা দু'জনে পঞ্চম উইকেট জুটিতে করেন ১১৬ রান।
মাহেলা জয়াবর্ধনে তার ৭৩তম হাম সেঞ্চুরি করার পথে ৮টি চার মারেন। পাকিস্তানের পক্ষে বামহাতি সিমার ওয়াহাব রিয়াজ ৫০ রান দিয়ে ৩টি উইকেট নেন।
উল্লেখ্য, সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ ও ৩০ আগস্ট যথাক্রমে কলম্বো ও ডাম্বুলায়। খবর ডনের