অবশেষে বালোতেল্লির লিভারপুল ছাড়ার গুঞ্জন সত্যি হলো। শুক্রবারই প্রিমিয়ার লিগের দলটিতে যোগ দেয়ার জন্য লিভারপুলে পৌঁছান এই ইতালিয়ান তারকা। লিভারপুল ১৬ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এসি মিলান থেকে এই ইতালিয়ান ‘ব্যাড বয়’কে আনফিল্ডে ভেড়ান ব্রেন্ডন রজার্স।
লিভারপুলের উরুগুয়ে স্ট্রাইকার লুইস সুয়ারেজ আনফিল্ড ছেড়ে ন্যু-ক্যাম্পে চলে যাওয়ায় অল রেডদের শক্তি কিছুটা কমে যায়। স্যামুয়েল ইতোর পর বালোতেল্লির আগমন লিভারপুলকে আরো শক্তিশালী করবে বলে বিশ্বাস অল রেড সমর্থকদের।
শুক্রবার স্থানীয় সময় রাতে বালোতেল্লি লিভারপুলে পৌঁছলে শত শত সমর্থক তাকে উষ্ণ অভিনন্দন জানান। দলের কোচ ব্রেন্ডন রজার্সেও বিশ্বাস, বালোতেল্লির আগমন তার দলকে শক্তিশালী করবে।