জিম্বাবোয়েতে ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে চোটের জন্য অনিশ্চত অস্ট্রেলিয়া মাইকেল ক্লার্ক। সোমবার হারারেতে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি জিম্বাবোয়ে-অস্ট্রেলিয়া।
দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জয়ের পর প্রায় পাঁচ মাস বিশ্রামে ছিলেন অজি অধিনায়ক ক্লার্ক। তার পর ত্রিদেশীয় সিরিজেই প্রথম মাঠে নামতে চলেছেন তিনি। কিন্তু, শুক্রবার অনুশীলনের সময় বাঁ-পায়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান ক্লার্ক। ফলে সোমবার প্রথম ম্যাচে তাঁর মাঠে নামা নিয়ে সংশয় রয়েছে।
অস্ট্রেলিয়া দলের ফিজিও ডেভিড বেকলি জানান, ‘আগামী ২৪ ঘণ্টা আমরা ক্লার্কের পায়ের অবস্থা পর্যবেক্ষণে রাখছি৷ সোমবার ম্যাচের আগে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে।’ ক্লার্ক খেলতে না-পারলে জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক জর্জ বেইলি। ত্রিদেশীয় সিরিজের অন্য দলটি হল দক্ষিণ আফ্রিকা৷ বুধবার দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার পতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।