গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে নির্মমভাবে পরাজিত হয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। ৪-১ গোলের পরাজয়ের দুঃসহ স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের ভক্তরা। তবে ভিসেন্ট ক্যালডেরনে ভক্তদের মনে শান্তি ফিরিয়ে দিল দিয়েগো সিমিওনের শিষ্যরা। রিয়াল মাদ্রিদকে স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগে ১-০ গোলে হারিয়ে প্রতিশোধ নিল রোজি ব্ল্যাঙ্কোসরা। প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ১-১ গোলে ড্র করেছিল দুই দল। দুই লেগে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে স্প্যানিশ সুপার কাপে দ্বিতীয় শিরোপা জয় করল অ্যাটলেটিকো মাদ্রিদ। এই পরাজয়ে একই বছরে পাঁচ শিরোপা জয়ের সুযোগও হারাল রিয়াল মাদ্রিদ।
১০ জনের দল নিয়ে খেলেছে রিয়াল মাদ্রিদ শেষ কয়েক মিনিট। তবে রিয়াল-অ্যাটলেটিকো ম্যাচের মূল পর্বে দুই দলই ছিল পূর্ণ শক্তির। প্রথম একাদশে রোনালদো ছিলেন না। প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ বেলে-বেনজেমা-রদ্রিগেজ-ক্রুজদের নিয়ে খেলেছে। দ্বিতীয়ার্ধে ক্রুজের পরিবর্তে মাঠে নামেন রোনালদো। তবে রোনালদো-বেলে-বেনজেমা-রদ্রিগেজরা অ্যাটলেটিকো মাদ্রিদের প্রাচীর ভাঙতে পারেননি। রোনালদোদের অসংখ্য আক্রমণ অ্যাটলেটিকোর প্রাচীরে আঘাত খেয়ে ফিরে এসেছে। অন্যদিকে ম্যাচের শুরুতে প্রথম আঘাতেই সফল ছিলেন ক্রোট মিডফিল্ডার মারিও মানজুকিচ। দ্বিতীয় মিনিটেই গ্রিজম্যানের অ্যাসিস্টে গোল করেন এই ক্রোট তারকা। দ্বিতীয় মিনিটের এই ধাক্কাটাই সামলে উঠতে পারেনি রিয়াল মাদ্রিদ। অ্যাটলেটিকোর শক্তিমত্তা দেখে বার্সেলোনার নতুন কোচ লুইস এনরিক বলে দিয়েছেন, এবারের মৌসুমেও লা লিগায় ফেবারিট অ্যাটলেটিকো মাদ্রিদ। অথচ দিয়েগো কস্তা এবং থিবোট কর্টয়েস অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে চেলসিতে যোগ দেওয়ার পর ফুটবল সমালোচকরা নতুন মৌসুমে অ্যাটলেটিকোকে দুর্বল বলেই ভাবছিলেন। কিন্তু মারিও মানজুকিচরা দিয়েগো কস্তাদের অভাব ভালোভাবেই দূর করলেন। বরং এবারের অ্যাটলেটিকোকে মনে হচ্ছে আরও বেশি শক্তিশালী।
অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে যাওয়ার পরও হতাশ নন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনসেলত্তি। বলছেন, 'গত মৌসুমের শেষ থেকে এবারের মৌসুমের শুরু পর্যন্ত আমরা তিনটা শিরোপা জিতেছি। আমি মনে করি এটা দারুণ অর্জন। এর জন্য ফুটবলারদের আমি ধন্যবাদ দিতে চাই।' আনসেলত্তি হয়ত শিষ্যদের সান্ত্বনা দেওয়ার জন্যই এমনটা বলেছেন। বার্সা কোচ অবশ্য শিষ্যদের অ্যাটলেটিকো মাদ্রিদের ব্যাপারে আগে থেকেই সতর্ক করে রাখলেন।