টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডেতে 'দেখে নেওয়ার' হুমকি দিয়েছিলেন মিসবাহ-উল-হক। কথা রেখেছেন পাকিস্তান অধিনায়ক। হাম্বানটোটায় প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ৪ উইকেটে জিতে সিরিজ ১-০তে এগিয়ে গেল পাকিস্তান।
ফাওয়াদ আলম ও শোয়েব মাকসুদের ১৪৭ রানে জুটি পাকিস্তানকে এনে দিল দারুণ এক জয়। ওয়ানডেতে তিন ম্যাচ জয়ের পর পাকিস্তানের কাছে হারল শ্রীলঙ্কা।
কাল টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ম্যাথুসরা। ছয় ওভারে এক উইকেট হারিয়ে ১৭ রান করার পর বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। পরে খেলা শুরু হলে কাটা হয় ৫ ওভার। ৪৫ ওভারে ২৭৫ রান করে লঙ্কানরা। হাফ সেঞ্চুরি করেন মাহেলা জয়বর্ধনে ও অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। পঞ্চম উইকেটে তারা দু'জনে ১১৯ রানের জুটি গড়েন। ৭৫ রানের মাথায় ৪ উইকেট পতনের পর জয়বর্ধনে-ম্যাথুস জুটিই শ্রীলঙ্কাকে পথ দেখায়। জয়বর্ধনে ৬৩ এবং ম্যাথুস ৮৯ রানে আউট হন। শেষ দিকে ঝড় তুলেছিলেন প্রিয়াঞ্জন। মাত্র ১৫ বলে তিনি করেন ৩৯ রান। লঙ্কানদের সংগ্রহ ২৭৫ হলেও বৃষ্টির পর ৩৯ ওভারে আসে ২৫৮ রান। তাই ডাকওয়াথ/লুইস পদ্ধতি পাকিস্তানের জয়ের টার্গেট দাঁড়ায় ২৭৫।
১০৫ রানে ৫ উইকেট পতনের পর বিপদে পড়েছিল সফরকারীরা। দ্রুত উইকেট পতনের কারণে রানরেটও বেড়ে যাচ্ছিল হু হু করে। কিন্তু ফাওয়াদ আলম ও শোয়েব মাকসুদের ১৪৭ রানের জুটি পাকিস্তানকে জয়ের পথ দেখায়। ৬১ বলে ৬২ রান করেন ফাওয়াদ আউট হওয়ার পর আফ্রিদি পাকিস্তানকে নিরাপদে পৌঁছে দেন। ৭৩ বলে হার না মানা ৮৯ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন মাকসুদ।