ফিফা অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপের ফাইনালে চার বছর আগে মুখোমুখি হয়েছিল জার্মানি-নাইজেরিয়া। সেবার নাইজেরিয়ান তরুণীরা ২-০ গোলে হেরেছিল জার্মান তরুণীদের কাছে। ২০১২ বিশ্বকাপে সেমিফাইনাল খেলেই বিদায় নিয়েছিল নাইজেরিয়ানরা। তবে একটা বিশ্বকাপ পরেই নিজেদেরকে আবারও ফাইনালে তুলে আনল নাইজেরিয়ান তরুণীরা। আফ্রিকার প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে হলে নাইজেরিয়ানদের নিতে হবে ২০১০ বিশ্বকাপের ফাইনালে হেরে যাওয়ার প্রতিশোধ। অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপে দুইবারের চ্যাম্পিয়ন জার্মানদের বিপক্ষে প্রতিশোধের মিশনেই আগামীকাল ভোরে নামছে নাইজেরিয়ান তরুণীরা। কানাডার অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।