ইংলিশ প্রিমিয়র লিগে সময়টা বেশ ভালোই যাচ্ছে চেলসির। শনিবার নিজেদের ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ ছিল দুর্বল লেস্টার সিটি। স্বভাবতই ম্যাচে জয় পাওয়াটা কোনো কঠিন বিষয় ছিল না। বাস্তবেও কোনো অঘটন ঘটেনি। দিয়েগো কোস্তা এবং ইডেন হ্যাজার্ডের গোলে সহজেই ম্যাচ জেতেন দ্য ব্লু’সরা। ম্যাচের দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে।
বার্নলের বিরুদ্ধে ৩-১ গোলে জয় দিয়ে শুরু করার পর এদিন লেস্টারের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ জিতে টুর্নামেন্টের শুরুটা দুর্দান্ত করেছে চেলসি। এদিন তাদের পাশাপাশি ম্যাচ জিতেছে সোয়ানসি সিটিও। লিবার্টি স্টেডিয়ামে বার্নলের বিরুদ্ধে দলের হয়ে একমাত্র গোলটি করেন ন্যাথান ডায়ার। অ্যাস্টন ভিলার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে অবশ্য গোলশূন্য ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে নিউক্যাসল ইউনাইটেডকে।