রিয়াল মাদ্রিদ উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়ার সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেড চুক্তি করতে যাচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি ইংলিশ ক্লাবটি। খবর বিবিসির
অবশ্য ম্যানচেস্টার ইউনাইটেড এর আগে অনানুষ্ঠানিকভাবে ইঙ্গিত দিয়েছিল যে তারা ডি মারিয়ার সঙ্গে চুক্তির ব্যাপারে আগ্রহী নয়। তবে নতুন প্রতিবেদনের খবর সত্য হলে তা মারিয়ার ব্যাপারে ক্লাবটির অবস্থানে স্পষ্ট পরিবর্তন বলেই প্রতীয়মান হবে।
২০১০ সালে স্পেনিশ ক্লাব রিয়াল মাদ্রিদ আর্জেন্টাইন তারকা মারিয়াকে ২০ পাউন্ডের বিনিময়ে বেনফিকা থেকে নিয়ে আসে। সম্প্রতি মারিয়া লা লিগার ক্লাবটিকে জানায় যে, সে ক্লাবটি ছাড়তে যাচ্ছে। ক্লাবটির সঙ্গে নতুন কোনো চুক্তিতে পৌঁছার কথা তখন সে প্রত্যাখান করে।