ইংল্যান্ড এবং শ্রীলংকা সফরে খারাপ অধিনায়কত্বের কারণে অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি ও মিসবাহ-উল হকের মধ্যে তুলনা করা একেবারেই ঠিক নয় বলে মন্তব্য করেছেন শোয়েব মালিক। পাক জিও সুপার চ্যানেলে এক টকশোতে এ কথা বলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব। খবর দ্য হিন্দু অনলাইনের
শ্রীলংকার বিরুদ্ধে সদ্য সমাপ্ত দুই ম্যাচের টেস্ট সিরিজে মিসবাহর নেতৃত্বে পাকিস্তান হোয়াইটওয়াশ হয়েছে। অপরদিকে ধোনির অধিনায়কত্বে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারত ইংল্যান্ডের কাছে ১-৩ এ ধরাশায়ী হয়েছে। বলতে গেলে শেষ দুটি টেস্টে ভারত রেকর্ড বাজে পারফরম্যান্স করেছে। তাই ধোনি ও মিসবাহকে সরানোর ব্যাপারে দুই দেশেই সমালোচক ও সাবেক ক্রিকেটাররা বেশ সরব।
তাই এ ব্যাপারে শোয়েবের কি মত জানতে চাইলে তিনি বলেন, 'প্রতিটি অধিনায়কেরই খারাপ সিরিজ রয়েছে কিন্তু এ দু'জনকে আমি কোনোভাবেই তুলনা করব না। ধোনির সঙ্গে কোনো তুলনা নেই কারণ তিনি আইসিসির প্রতিটি বড় শিরোপা জিতেছেন যা মিসবাহ করতে পারেনি।
পাকিস্তানের টেস্ট এবং ওয়ানডে দলের বর্তমান অধিনায়ক মিসবাহ সম্পর্কে বলেন, ' তিনি ভালো অধিনায়ক এবং ব্যাটসম্যান হিসেবে ভালো খেলেছেন কিন্তু ২০১৫ বিশ্বকাপে পাকিস্তান দলের কে অধিনায়কত্ব করবেন এ ব্যাপারে বোর্ডকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।'