১০০ মিটার ইন্ডোরে সবচেয়ে কম সময়ে দৌড়ে নতুন রেকর্ড গড়লেন জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট।
গতকাল শনিবার পোল্যান্ডের রাজধানী ওয়ারসো জাতীয় স্টেডিয়ামে ১০০ মিটার রেস শেষ করলেন মাত্র ৯.৯৮ সেকেন্ডে। এর মাধ্যমে নতুন একটি রেকর্ডেরও মালিক হয়েছেন ২৮ বছর বয়সী এই স্প্রিন্টার। আগের রেকর্ডটি ছিল ১৯৯৬ সালে নামিবিয়ার ফ্রাঙ্কি ফ্রেডেরিকসের। তিনি ইন্ডোরে দৌড় শেষ করেছিলেন ১০.০৫ সেকেন্ডস সময় নিয়ে।
এবছর এই নিয়ে নিজের তৃতীয় রেসে নেমেছিলেন জামাইকান তারকা। আগামী বৃহস্পতিবার জুরিখে ডায়মন্ড লিগ মিটে নামার আগে পোল্যান্ডেই ভালমতো প্রস্তুতি সেরে রাখলেন বোল্ট। বলেছেন, ‘কোনো ধরনের ইনজুরি ছাড়াই আরও দ্রুত জুরিখে দৌড়াতে চাই আমি।’