গ্র্যান্ডস্লামের সংখ্যায় ১৭তে এসে আটকে আছেন রজার ফেদেরার। ২০১২ সালের উইম্বলডনের পর আটটা গ্র্যান্ডস্লাম আসর অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে একবার ফাইনাল খেললেও শিরোপা জয়ের স্বাদ পাননি তিনি। ১৮তম শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ইউএস ওপেনে খেলতে নামছেন রজার ফেদেরার। কিছুদিন আগে সিনসিনাত্তি ওপেনের শিরোপা জয় করে আÍবিশ্বাসের তুঙ্গে আছেন এ সুইস তারকা। এবারের ইউএস ওপেনে দ্বিতীয় বাছাই হিসেবে খেললেও তিনিই থাকবেন ফেবারিট।
সেরেনা উইলিয়ামসও ১৭টি গ্র্যান্ডস্লাম শিরোপা জয় করেছেন। ইউএস ওপেনেই জয় করেছেন ৫টি শিরোপা। তবে দীর্ঘদিন ধরে তিনিও গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে শিরোপা জয় করতে পারছেন না। গত বছর ইউএস ওপেনের শিরোপাই ছিল তার সর্বশেষ গ্র্যান্ডস্লাম জয়। ১৮তম গ্র্যান্ডস্লাম জয়ের লক্ষ্যেই এবারে নিউইয়র্কে খেলতে নামবেন তিনি। ১০ বছর আগে ইউএস ওপেনে নিজের প্রথম শিরোপা জয় করেছিলেন রজার ফেদেরার। সেই শিরোপা ছিল এ সুইস তারকার ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ডস্লাম শিরোপা। ১০ বছরে এখানে টানা ছয় ফাইনাল খেলে পাঁচটা শিরোপা জিতেছেন তিনি। ১৮তম গ্র্যান্ডস্লাম ইউএস ওপেনেই জয় করতে চান রজার ফেদেরার। বলছেন, ‘এই বছর আমি অনেকগুলো ম্যাচ দারুণ খেলেছি। কেবল টরন্টো এবং সিনসিনাত্তি ওপেনেই নয়, সারা বছরই আমি ভালো খেলেছি।’ এই আত্মবিশ্বাসই এবারের ইউএস ওপেনে ফেদেরারকে ফেবারিট করে তুলেছে। তাছাড়া রাফায়ের নাদাল ইনজুরির কারণে টুর্নামেন্টের বাইরে থাকায় ফেদেরারের একজন চিরপ্রতিদ্বন্দ্বীও তো কমেছে! কেবল ফেদেরারই নন। ইউএস ওপেন জয় করতে চান সেরেনাও। মার্কিন এই তারকা বলছেন, ‘অস্ট্রেলিয়া ওপেন, ফ্রেঞ্চ ওপেন এবং উইম্বলডনেই ১৮তম গ্র্যান্ডস্লাম জয় করতে পারতাম।’ গত তিনটা গ্র্যান্ডস্লামে না হলেও এবারে আর খালি হাতে ফিরতে চান না ৩২ বছরের এই মার্কিন তারকা। ফেদেরার এবং সেরেনার মতো ইউএস ওপেন জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নামবেন অন্যরাও। শীর্ষ বাছাই নোভাক জকোভিচ প্রথমদিনেই মুখোমুখি হবেন আর্জেন্টিনার দিয়েগোর। আজ তৃতীয় বাছাই সুইস তারকা স্ট্যানিসলাস ওয়াওরিঙ্কা মুখোমুখি হচ্ছেন ভিসেলির।
অ্যান্ডি মারে আজ প্রথম রাউন্ডে খেলবেন নেদারল্যান্ডের রবিন হাসির বিপক্ষে। এছাড়া মেয়েদের এককে আজ মুখোমুখি হচ্ছেন শারাপোভা-কিরিলেঙ্কো, ভেনাস-কিমিকো, অ্যাঞ্জেলিক কারবার-পারভ্যাক এবং অ্যাগনিয়েস্কা র্যাডওয়ানস্কা-শ্যারন।
শিরোনাম
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- ইতিহাসে দীর্ঘতম হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শাটডাউন
- ভাল্লুকের আক্রমণ ঠেকাতে সেনা মোতায়েন করল জাপান
- ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : ডা. জাহিদ
- ‘আরবান ট্রি মিউজিয়াম’, ‘বৃক্ষ সেবা ও ছাদবাগান সহায়তা কেন্দ্র’ গড়ে তুলছে ডিএনসিসি
- রংপুরে বেড়েছে খড়ের কদর, লাভবান কৃষক
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৪৮
সেরেনা ফেদেরারের লক্ষ্য
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর