গ্র্যান্ডস্লামের সংখ্যায় ১৭তে এসে আটকে আছেন রজার ফেদেরার। ২০১২ সালের উইম্বলডনের পর আটটা গ্র্যান্ডস্লাম আসর অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে একবার ফাইনাল খেললেও শিরোপা জয়ের স্বাদ পাননি তিনি। ১৮তম শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ইউএস ওপেনে খেলতে নামছেন রজার ফেদেরার। কিছুদিন আগে সিনসিনাত্তি ওপেনের শিরোপা জয় করে আÍবিশ্বাসের তুঙ্গে আছেন এ সুইস তারকা। এবারের ইউএস ওপেনে দ্বিতীয় বাছাই হিসেবে খেললেও তিনিই থাকবেন ফেবারিট।
সেরেনা উইলিয়ামসও ১৭টি গ্র্যান্ডস্লাম শিরোপা জয় করেছেন। ইউএস ওপেনেই জয় করেছেন ৫টি শিরোপা। তবে দীর্ঘদিন ধরে তিনিও গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে শিরোপা জয় করতে পারছেন না। গত বছর ইউএস ওপেনের শিরোপাই ছিল তার সর্বশেষ গ্র্যান্ডস্লাম জয়। ১৮তম গ্র্যান্ডস্লাম জয়ের লক্ষ্যেই এবারে নিউইয়র্কে খেলতে নামবেন তিনি। ১০ বছর আগে ইউএস ওপেনে নিজের প্রথম শিরোপা জয় করেছিলেন রজার ফেদেরার। সেই শিরোপা ছিল এ সুইস তারকার ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ডস্লাম শিরোপা। ১০ বছরে এখানে টানা ছয় ফাইনাল খেলে পাঁচটা শিরোপা জিতেছেন তিনি। ১৮তম গ্র্যান্ডস্লাম ইউএস ওপেনেই জয় করতে চান রজার ফেদেরার। বলছেন, ‘এই বছর আমি অনেকগুলো ম্যাচ দারুণ খেলেছি। কেবল টরন্টো এবং সিনসিনাত্তি ওপেনেই নয়, সারা বছরই আমি ভালো খেলেছি।’ এই আত্মবিশ্বাসই এবারের ইউএস ওপেনে ফেদেরারকে ফেবারিট করে তুলেছে। তাছাড়া রাফায়ের নাদাল ইনজুরির কারণে টুর্নামেন্টের বাইরে থাকায় ফেদেরারের একজন চিরপ্রতিদ্বন্দ্বীও তো কমেছে! কেবল ফেদেরারই নন। ইউএস ওপেন জয় করতে চান সেরেনাও। মার্কিন এই তারকা বলছেন, ‘অস্ট্রেলিয়া ওপেন, ফ্রেঞ্চ ওপেন এবং উইম্বলডনেই ১৮তম গ্র্যান্ডস্লাম জয় করতে পারতাম।’ গত তিনটা গ্র্যান্ডস্লামে না হলেও এবারে আর খালি হাতে ফিরতে চান না ৩২ বছরের এই মার্কিন তারকা। ফেদেরার এবং সেরেনার মতো ইউএস ওপেন জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নামবেন অন্যরাও। শীর্ষ বাছাই নোভাক জকোভিচ প্রথমদিনেই মুখোমুখি হবেন আর্জেন্টিনার দিয়েগোর। আজ তৃতীয় বাছাই সুইস তারকা স্ট্যানিসলাস ওয়াওরিঙ্কা মুখোমুখি হচ্ছেন ভিসেলির।
অ্যান্ডি মারে আজ প্রথম রাউন্ডে খেলবেন নেদারল্যান্ডের রবিন হাসির বিপক্ষে। এছাড়া মেয়েদের এককে আজ মুখোমুখি হচ্ছেন শারাপোভা-কিরিলেঙ্কো, ভেনাস-কিমিকো, অ্যাঞ্জেলিক কারবার-পারভ্যাক এবং অ্যাগনিয়েস্কা র্যাডওয়ানস্কা-শ্যারন।
শিরোনাম
- ভারতের কড়া সমালোচনা করলেন ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা
- চট্টগ্রামে জাহাজ থেকে পা পিছলে নিখোঁজ ১
- আড়াইহাজারে সড়কে ৪ জন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার
- সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ব্যক্তিগত সহকারী গ্রেফতার
- নারায়ণগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত
- পাকিস্তান নাম প্রত্যাহার করায় এশিয়া কাপ হকিতে বাংলাদেশ
- সিলেটে ময়লার স্তুপ থেকে বন্দুক উদ্ধার
- এশিয়ায় আঞ্চলিক উত্তেজনা ‘বাড়ানোয়’ জার্মানিকে দায়ী করেছে চীন
- সাবেক এমপি অপু দুই দিনের রিমান্ডে
- যে কারণে আলাস্কা থেকে রাশিয়ায় নেওয়া হলো পুতিনের ‘মল’!
- সিলেটের নতুন ডিসি আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম
- সীতাকুণ্ডে পৃথক দুটি স্থানে দুইজনের মরদেহ উদ্ধার
- সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা
- ইবির শিক্ষক-শিক্ষার্থীসহ ৬১ জনকে শাস্তির সুপারিশ
- বোয়ালমারীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত
- ইউজিসি সদস্য হিসেবে ড. আইয়ূব ইসলামের যোগদান
- রাজবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- দিনাজপুরে ৭ গ্রামের মানুষের ৩০ বছর ধরে সেতুর অপেক্ষা
- বরিশালে ইন্টার্ন চিকিৎসকের ২৪ ঘন্টার আল্টিমেটাম, শিক্ষার্থীদের ক্লাস বর্জন
- প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোকে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
সেরেনা ফেদেরারের লক্ষ্য
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর