পুরোদমে চলছে ফুটবলারদের প্রস্তুতি। পদক না আসুক এশিয়ান গেমসে ভালো খেলা উপহার দিতে চান মামুনুলরা। ইতিমধ্যে গ্রুপিংও নির্ধারণ হয়েছে। বি-গ্রুপে বাংলাদেশকে খেলতে হবে উজবেকিস্তান, আফগানিস্তান ও হংকংয়ের বিপক্ষে। আকাশ-পাতাল পার্থক্য না হলেও শক্তির দিক দিয়ে তিন প্রতিপক্ষই এগিয়ে। আফগানিস্তান বর্তমানে সাফ চ্যাম্পিয়ন, উজবেকিস্তান এশিয়ার অন্যতম শক্তিশালী দল। গ্রুপে তারাই টপ ফেবারিট। হংকংয়ের বিপক্ষেও বাংলাদেশের ফলাফল সুখকর নয়। গত এশিয়ান গেমসে ১-৪ ব্যবধানে হেরেছিল। সুতরাং সে রকম প্রস্তুতি নিয়েই মাঠে নামতে হবে। অনুশীলনের পাশাপাশি দুই ডাচ্ কোচ লোডডিক ক্রুইফ ও রেনে কোস্টার জোর দিচ্ছেন প্রস্তুতি ম্যাচে। এরই মধ্যে লোকাল দলের সঙ্গে চার ম্যাচ খেলে ফেলেছে। তিনটিতেই পেয়েছে জয়। এ নিয়েতো আর সন্তুষ্ট থাকলে চলবে না। মাঠে নামার আগে আরও শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে হবে। বের করতে হবে ভুল-ত্রুটি। বাফুফের আমন্ত্রণে সাড়া দিয়ে নেপাল দল আজ ঢাকায় আসছে। আগামীকাল ঢাকা আর্মি স্টেডিয়াম ও ২৯ আগস্ট সিলেটে তাদের বিপক্ষে দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে অনূর্ধ্ব-২৩ দল। গুরুতর অসুস্থ পিতাকে দেখতে ছুটি নিয়ে নেদারল্যান্ডে গেলেও শিষ্যদের পারফরম্যান্স দেখতে আজই ঢাকা ফিরছেন হেড কোচ লোডডিক ক্রুইফ। প্রীতি হলেও ম্যাচ দুটোকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়েছে। দুই ম্যাচের পুরো খরচ বহন করবে এসএস স্টিল। গতকাল বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য বাফুফের সহসভাপতি তাবিথ আউয়াল। তিনি বলেন, অস্বীকার করব না ফুটবল অনেকটা ঢাকার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। তাই আমরা ঢাকার বাইরে একটি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। অনেকদিন পর ঢাকায় আন্তর্জাতিক প্রীতিম্যাচ হচ্ছে। আশা করছি অনূর্ধ্ব-২৩ দল ভালো খেলা উপহার দেবে এবং এশিয়ান গেমসে ভালো করার উৎসাহ পাবে। শুধু প্রীতি নয়, ভবিষ্যতে ফুটবলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এসএস স্টিলের চেয়ারম্যান কাজী শাকিল। তিনি বলেন, ফুটবল আমার প্রিয় খেলা। এখন যতটুকু পারছি এগিয়ে এসেছি। ভবিষ্যতেও ফুটবলের পাশে থাকব। প্রীতিম্যাচ দেখতে হবে টিকিট কেটে। যার সর্বনিু মূল্য ২০ টাকা। দুটি ম্যাচই বিটিভি সরাসরি সম্প্রচার করবে বলে সংবাদ সম্মেলনে জানান বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
শিরোনাম
- গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব পেয়েছে হামাস: ফিলিস্তিনি কর্মকর্তা
- চাঁদপুরে ভোক্তার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা
- ভারতের কড়া সমালোচনা করলেন ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা
- চট্টগ্রামে জাহাজ থেকে পা পিছলে নিখোঁজ ১
- আড়াইহাজারে সড়কে ৪ জন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার
- সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ব্যক্তিগত সহকারী গ্রেফতার
- নারায়ণগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত
- পাকিস্তান নাম প্রত্যাহার করায় এশিয়া কাপ হকিতে বাংলাদেশ
- সিলেটে ময়লার স্তুপ থেকে বন্দুক উদ্ধার
- এশিয়ায় আঞ্চলিক উত্তেজনা ‘বাড়ানোয়’ জার্মানিকে দায়ী করেছে চীন
- সাবেক এমপি অপু দুই দিনের রিমান্ডে
- যে কারণে আলাস্কা থেকে রাশিয়ায় নেওয়া হলো পুতিনের ‘মল’!
- সিলেটের নতুন ডিসি আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম
- সীতাকুণ্ডে পৃথক দুটি স্থানে দুইজনের মরদেহ উদ্ধার
- সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা
- ইবির শিক্ষক-শিক্ষার্থীসহ ৬১ জনকে শাস্তির সুপারিশ
- বোয়ালমারীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত
- ইউজিসি সদস্য হিসেবে ড. আইয়ূব ইসলামের যোগদান
- রাজবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- দিনাজপুরে ৭ গ্রামের মানুষের ৩০ বছর ধরে সেতুর অপেক্ষা
বাংলাদেশ-নেপাল মুখোমুখি কাল
প্রীতি ফুটবল ম্যাচ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর