দেশের সুপরিচিত ফুটবল কোচ মারুফুল হক আবারও নিষিদ্ধ হয়েছেন। আগামী এক বছর বাংলাদেশের ফুটবলে কোনো কর্মসূচিতে অংশ নিতে পারবেন না তিনি। সদ্য সমাপ্ত পেশাদার লিগ কমিটির পদত্যাগ চেয়ে তিনি মিডিয়াতে বক্তব্য দিয়েছিলেন। এই অপরাধেই মারুফুলকে শাস্তি দেওয়া হয়েছে। লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী জানিয়েছেন, এ আচরণ কোড অব কন্ডাক্ট বহির্ভূত হিসেবেই ডিসিপ্লিন কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। গতকাল লিগ কমিটির সভায় এজেন্ডা ছিল মূলত পাতানো ম্যাচ খেলা ফরাশগঞ্জ-ওয়ারির শাস্তির মেয়াদ নির্ধারণ করা। হঠাৎ করে মারুফুলের এজেন্ডা সভায় ওঠে আসে। কেউ কেউ বিষয়টি পরবর্তী বৈঠকে তোলার প্রস্তাব দিলেও অধিকাংশ সদস্যের সম্মতি নিয়েই দেশ পরিচিত এই কোচকে বহিষ্কার করা হয়। ২০১১ সালে শেখ জামাল-রহমতগঞ্জ পাতানো ম্যাচ নিয়ে কথা বলায় নিষিদ্ধ হয়েছিলেন মারুফুল। সেবার শাস্তির মেয়াদ ছিল দুই মাস। সদ্য সমাপ্ত পেশাদার লিগের মাঝপথে জোসেফ আফুসি চলে যাওয়ার পর শেখ জামালের দায়িত্ব নিয়েছিলেন তিনি। তারই প্রশিক্ষণে ক্লাবটি দ্বিতীয়বারের মতো লিগ শিরোপা জয় করে। সামনের মৌসুমে তিনি যে শেখ জামালের কোচ থাকতেন তা অনেকটাই নিশ্চিত ছিল। গত মৌসুমে তারই প্রশিক্ষণে শেখ রাসেল তিনটি ট্রফি জয় করে। মোহামেডানের প্রশিক্ষক হিসেবে লিগ জেতাতে না পারলেও দুই বার ফেডারেশন কাপ ও কোটি টাকার প্রথম সুপারকাপ উপহার দেন। মারুফুল বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন। এদিকে কাল পাতানো ম্যাচ চিহ্নিত করে ওয়ারির কর্মকর্তা মহিদুর রহমান মেরাজকে এক বছর নিষিদ্ধ করেছে ফেডারেশন। চ্যাম্পিয়নশিপ লিগে ওই ম্যাচে জয়ী দল ও লিগ রানার্সআপ হওয়া ফরাশগঞ্জের ৯ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। এরপরও অবশ্য ক্লাবটির পজিশনে পরিবর্তন ঘটবে না। ওয়ারির গোলরক্ষকসহ চার খেলোয়াড়কে অবশ্য দুই মাসের জন্য নিষিদ্ধ করা হয়। ফরাশগঞ্জের জরিমানা করা হয়েছে ৫ ও ওয়ারির চার লাখ টাকা।
শিরোনাম
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
আবারও নিষিদ্ধ কোচ মারুফুল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর