দেশের সুপরিচিত ফুটবল কোচ মারুফুল হক আবারও নিষিদ্ধ হয়েছেন। আগামী এক বছর বাংলাদেশের ফুটবলে কোনো কর্মসূচিতে অংশ নিতে পারবেন না তিনি। সদ্য সমাপ্ত পেশাদার লিগ কমিটির পদত্যাগ চেয়ে তিনি মিডিয়াতে বক্তব্য দিয়েছিলেন। এই অপরাধেই মারুফুলকে শাস্তি দেওয়া হয়েছে। লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী জানিয়েছেন, এ আচরণ কোড অব কন্ডাক্ট বহির্ভূত হিসেবেই ডিসিপ্লিন কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। গতকাল লিগ কমিটির সভায় এজেন্ডা ছিল মূলত পাতানো ম্যাচ খেলা ফরাশগঞ্জ-ওয়ারির শাস্তির মেয়াদ নির্ধারণ করা। হঠাৎ করে মারুফুলের এজেন্ডা সভায় ওঠে আসে। কেউ কেউ বিষয়টি পরবর্তী বৈঠকে তোলার প্রস্তাব দিলেও অধিকাংশ সদস্যের সম্মতি নিয়েই দেশ পরিচিত এই কোচকে বহিষ্কার করা হয়। ২০১১ সালে শেখ জামাল-রহমতগঞ্জ পাতানো ম্যাচ নিয়ে কথা বলায় নিষিদ্ধ হয়েছিলেন মারুফুল। সেবার শাস্তির মেয়াদ ছিল দুই মাস। সদ্য সমাপ্ত পেশাদার লিগের মাঝপথে জোসেফ আফুসি চলে যাওয়ার পর শেখ জামালের দায়িত্ব নিয়েছিলেন তিনি। তারই প্রশিক্ষণে ক্লাবটি দ্বিতীয়বারের মতো লিগ শিরোপা জয় করে। সামনের মৌসুমে তিনি যে শেখ জামালের কোচ থাকতেন তা অনেকটাই নিশ্চিত ছিল। গত মৌসুমে তারই প্রশিক্ষণে শেখ রাসেল তিনটি ট্রফি জয় করে। মোহামেডানের প্রশিক্ষক হিসেবে লিগ জেতাতে না পারলেও দুই বার ফেডারেশন কাপ ও কোটি টাকার প্রথম সুপারকাপ উপহার দেন। মারুফুল বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন। এদিকে কাল পাতানো ম্যাচ চিহ্নিত করে ওয়ারির কর্মকর্তা মহিদুর রহমান মেরাজকে এক বছর নিষিদ্ধ করেছে ফেডারেশন। চ্যাম্পিয়নশিপ লিগে ওই ম্যাচে জয়ী দল ও লিগ রানার্সআপ হওয়া ফরাশগঞ্জের ৯ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। এরপরও অবশ্য ক্লাবটির পজিশনে পরিবর্তন ঘটবে না। ওয়ারির গোলরক্ষকসহ চার খেলোয়াড়কে অবশ্য দুই মাসের জন্য নিষিদ্ধ করা হয়। ফরাশগঞ্জের জরিমানা করা হয়েছে ৫ ও ওয়ারির চার লাখ টাকা।
শিরোনাম
- ব্রাহ্মণবাড়িয়ায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান
- ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বেন উমামা
- নরওয়ের তেল শোধনাগার অবরোধ গ্রেটা থুনবার্গের
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিব রেহানা পারভীন
- করিডোর ইস্যুতে আর্মেনিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
- টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
- নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ
- ইউক্রেনকে ভর্ৎসনা হাঙ্গেরির
- এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করতে লিগ্যাল নোটিশ
- তিন দাবিতে জবির প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ
- গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব পেয়েছে হামাস: ফিলিস্তিনি কর্মকর্তা
- চাঁদপুরে ভোক্তার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা
- ভারতের কড়া সমালোচনা করলেন ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা
- চট্টগ্রামে জাহাজ থেকে পা পিছলে নিখোঁজ ১
- আড়াইহাজারে সড়কে ৪ জন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার
- সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ব্যক্তিগত সহকারী গ্রেফতার
- নারায়ণগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত
- পাকিস্তান নাম প্রত্যাহার করায় এশিয়া কাপ হকিতে বাংলাদেশ
- সিলেটে ময়লার স্তুপ থেকে বন্দুক উদ্ধার
- এশিয়ায় আঞ্চলিক উত্তেজনা ‘বাড়ানোয়’ জার্মানিকে দায়ী করেছে চীন
আবারও নিষিদ্ধ কোচ মারুফুল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর