লুইস ভ্যান গালের কোচিংয়ে ইংলিশ প্রিমিয়র লিগে প্রথম পয়েন্ট পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সান্ডারল্যান্ডের বিরুদ্ধে শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেই পয়েন্ট পায় দলটি। প্রথম ম্যাচে ঘরের মাঠে সোয়ানসির কাছে ২-১ গোলে হার হজম করতে হয়েছিল ওয়েন রুনির দলকে। সান্ডারল্যান্ডের বিরুদ্ধেও শেষ পর্যন্ত জয়ের মুখ দেখা হলো না তাদের।
ম্যাচের ১৭ মিনিটে জুয়ান মাতার গোলে এগিয়ে যায় ম্যানইউ। কিন্তু সেই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ফন গালের ছেলেরা। মাতার গোলের ঠিক ১৩ মিনিট পরেই দুর্দান্ত হেডে ম্যানইউর জ্বালে বল জড়িয়ে দেন জ্যাক রডওয়েল। ম্যানসিটি ছেড়ে চলতি মৌসুমে সান্ডারল্যান্ডে যোগ দিয়েছেন তিনি। এটাই তার সান্ডারল্যান্ডের হয়ে প্রথম গোল। তবে তার গোলের পিছনে সেবাস্তিয়ান লারসনের ভাসানো কর্ণারটির অবদানও ছিল প্রশংসা করার মতো।
ম্যাচের দ্বিতীয়ার্ধে আদনান জানুজাজকে আনিয়ে আক্রমণের ঝাঁঝ বাড়াতে চেয়েছিলেন গাল। কিন্তু তার আগমনে ব্যবধান বাড়েনি স্কোর লাইনের। যদিও এই ম্যাচে অ্যান্ডার হেরেরা, লুক শ ও মার্কোস রোজোকে বাদ দিয়েই মাঠে নামতে হয়েছিল ম্যানইউকে।