লিওনেল মেসির জোড়া গোলে এলচের বিরুদ্ধে ৩-০ গোলে জয় পেয়েছে বার্সালোনা। লা লিগার নতুন মৌসুমে ও নতুন কোচের অধীনে এটা ছিল বার্সার প্রথম ম্যাচ।
প্রথমার্ধেই মেসির গোলে ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় বার্সা। ম্যাচের ৪২ মিনিটে বাসকুয়েটের অ্যাসিস্টে গোল করেন মেসি। তার বাঁ পায়ের জাদুতে এলচের গোল পোস্টে বল জড়ান তিনি।
মেসির গোলের দুই মিনিট পরে বার্সা শিবিরে আতঙ্ক দেখা দেয়। এলচের রদ্রিগেজকে অবৈধভাবে বাধা দেওয়ার কারণে বার্সার মাচচেরানোকে লাল কার্ড দেখিয়ে বহিষ্কার করা হয়। তবে, দশ জনের দল নিয়ে ম্যাচের বাকি সময়টা খেলতে বেগ পেতে হয়নি স্বাগতিকদের।
বিরতি থেকে ফিরে এক মিনিট পরেই বার্সার হয়ে ব্যবধান দ্বিগুন করেন ১৮ বছরের তরুন স্প্যানিস স্ট্রাইকার মুনির আল হাদ্দাদি। ম্যাচের ৪৬ মিনিটে বার্সার হয়ে অভিষেক ম্যাচে হাদ্দাদি গোলটি করেন। আর মেসি তার দ্বিতীয় গোলটি করেন ম্যাচের ৬৩ মিনিটে।
এছাড়া ইনিয়েস্তার একটি বল ক্রসবারে লেগে ফিরে না আসলে ব্যবধান আরও বাড়ত।
এ ম্যাচে আবারো ইনজুরিতে পড়া ব্রাজিল তারকা নেইমার ছিলেন না। উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজ নিষেধাজ্ঞা থাকায় নামতে পারেন নি।