ভারতীয় ব্যাটিং অলরাউন্ডার যুবরাজ সিংয়ের বাবাকে গাড়ি পার্কিং নিয়ে ঝামেলা পাকানোর দায়ে গ্রেফতার করেছে হরিয়ানার পাচকুলার পুলিশ। ৫৬ বছর বয়সী যোগরাজ সিং এর আগেও কয়েকবার পুলিশের কাছে গ্রেফতার হয়েছিলেন।
যুবরাজের বোন ও যোগরাজের পরিবারের সঙ্গে এক প্রতিবেশীর গাড়ি পার্কিং নিয়ে বিবাদ বাঁধে। ব্যাপারটি আলোচনার মাধ্যমে মিটমাট করে নিতে চেয়েছিলেন যুবরাজের বাবা। কিন্তু শেষ পর্যন্ত ঝামেলা বাঁধানোর জন্য তাকে গ্রেফতার করে পুলিশ।
সাবেক এই ভারতীয় ডানহাতি ফাস্ট বোলার এর আগেও বেশ কয়েকবার পুলিশের কাছে গ্রেফতার হন। ২০০৮ সালে পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিষয়ের জের ধরে তাকে গ্রেফতার করেছিল পুলিশ। ২০০০ সালে চন্ডিগরে গাড়ি দুর্ঘটনায় জড়িত থাকার কারণে তাকে ছয় মাস জেলও খাটতে হয়েছিল।