ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডে মাঠে নামার আগেই ভারতকে ফেভারিট মানছেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালেস্টার কুক।
তিনি বলেন, ওয়ানডে'তে ভারত অবশ্যই ভাল করবে। টেস্ট সিরিজের পুনরাবৃত্তি নিশ্চই ঘটবে না। এটা মনে রাখতে হবে যে, ৫০ ওভারের ক্রিকেটে ওরাই বিশ্ব চ্যাম্পিয়ন। তাই ভারত ফেবারিট হিসাবেই শুরু করবে। তবে ঘরের মাঠে আমাদের হারানো মোটেই সহজ কাজ হবে না।’
আজ সোমবার ব্রিস্টলে ইংল্যান্ডের হয়ে ওয়ানডে'তে অভিষেক হতে চলেছে মারকুটে ব্যাটসম্যান অ্যালেক্স হেলসের। তাঁর দলে আসায় অভিজ্ঞ ব্যাটসম্যান ইয়ান বেলের না খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে কুক বেলের ব্যাপারে স্পষ্ট জানিয়েছেন ‘ বেল খেলছে। তিন নম্বরেই নামবে ও।’ টেস্টের মতো ওয়ানডে সিরিজেও দল ভাল করার ব্যাপারে আশাবাদী কুক। শেষ তিন বছরে ইংল্যান্ড ওয়ানডে ক্রিকেটে ভাল করেছে বলেও জানান ইংল্যান্ড দলনায়ক।