তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে ১৯৮ রানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল সফরকারী অস্ট্রেলিয়া। সোমবার অস্ট্রেলিয়ার করা ৩৫০ রানের জবাবে ১৫২ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।
আজ হারারেতে টসে হেরে ব্যাট করতে নেমে সফরকারীদের উড়ন্ত সূচণা এনে দেন দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও হাডিন। প্রথম উইকেটে এ দুজন ৯৮ রানের জুটি গড়েন। দলীয় ৯৮ রানে ব্যক্তিগত ৪৬ রানে হাডিন ফিরে গেলে মার্শকে নিয়ে ৪৭ রানের জুটি গড়েন ফিঞ্চ। দলীয় ১৪৫ রানে ফিঞ্চ ৬৭ রান করে ফিরে যান। এরপর ভারপ্রাপ্ত অধিনায়ক জর্জ বেইলিও (১৪) দ্রুত ফিরে যান।
এরপর শুরু হয় গ্লেন ম্যাক্সওয়েল ও শন মার্শ এর ব্যাটিং তাণ্ডব। এই দুজন ৫৪ বলে ১০৯ রানের জুটি গড়লে বড় সংগ্রহের ভিত্তি পায় ক্যাঙ্গারুরা। ২৮৭ রানের মাথায় মার্শ ব্যক্তিগত ৮৯ রান করে ফিরে যান। ৮৩ বলের ইনিংসটিতে ৭টি চারের সঙ্গে ৪টি ছয়ের মারও রয়েছে তার। মার্শ ফিরে গেলেও ম্যাক্সওয়েলের ব্যাটিং তাণ্ডব চলতে থাকে। তবে সেঞ্চুরি মিসের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় গেল আইপিএলের সেরা ব্যাটসম্যানকে।
৪৬ বলে ৯৩ রান করে যখন ম্যাক্সওয়েল ফিরে যান তখনো খেলার ১৪ বল বাকি ছিল। তার ইনিংসে ৯টি চারের সঙ্গে ৫টি ছক্কার মার ছিল। শেষ ২৮ বলে ৬৩ রান তোলে সফরকারীরা।
স্বাগতিকদের হয়ে চাতারা দুইটি উইকেট লাভ করেন। এছাড়া নাইম্বু, উইলিয়ামস ও চিগম্বুরা একটি করে উইকেট নেন।
জয়ের জন্য ৩৫১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে খোলসবন্দী হয়ে পড়ে জিম্বাবুয়ে। স্টার্কের করা ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফিরেন মাওইয়ো (১)। সিকান্দার রাজাকে নিয়ে দ্বিতীয় উইকেট জটিতে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন মাসাকাদজা। তবে ৬৪ থেকে ৮৮- এই ২৪ রানের মধ্যে চার উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যাত ছিটকে যায় জিম্বাবুয়ে।
সেখান থেকে আর প্রতিরোধ গড়ে তোলতে পারেনি স্বাগতিকরা। ৩২ রানে শেষ চার উইকেট হারিয়ে ১৯৮ রানের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
জিম্বাবুয়ের হয়ে মাসাকাদজা সর্বোচ্চ ৭০ রান করেন। সিকান্দার রাজার সংগ্রহ ৩৩ রান।
অস্ট্রেলিয়ার পক্ষে স্টিভেন স্মিথ নেন তিনটি উইকেট। স্টার্ক ও লায়ন দুইটি করে উইকেট নেন।