বাংলাদেশ ক্রিকেটের বাজে পারফরম্যান্সের জন্য নয়, আচরণে পরিবর্তন এসেছে বিবেচনা করেই সাকিব আল হাসানের শাস্তির মেয়াদ কমানো হয়েছে। কাল পরিচালনা পর্ষদের জরুরি সভা শেষে মিডিয়ার মুখোমুখিতে মেয়াদ কমানোর বিষয়টি জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে বিশ্বসেরা অলরাউন্ডারের নিষেধাজ্ঞার মেয়াদ বহাল থাকবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর থেকে এশিয়ান গেমস জিম্বাবুয়ে সিরিজ ও ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন এই বাঁ হাতি স্পিনিং অলরাউন্ডার। তবে দেশের বাইরে দেড় বছর ক্রিকেট লিগ খেলার ওপর যে বিধি-নিষেধ আরোপিত হয়েছিল, সেটা বহাল রয়েছে। শাস্তি কমানোয় আজ থেকে দুই দিনবাপী প্রিমিয়ার ক্রিকেটের দ্বিতীয় ধাপের দলবদলে অংশ নিতে পারবেন পুলের ক্রিকেটার হিসেবে। তবে এখানেও থাকছে শর্ত। প্রথম ধাপের দলবদলে যে সব দল পুলের ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করেছিল, সেসব দল সাকিবকে নিতে পারবে না।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, কোচ চন্ডিকা হাতুরাসিংহের সঙ্গে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) নিয়ে তর্কে লিপ্ত হওয়া এবং ক্রিকেটপ্রেমীসহ নানানজনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের জন্য সাকিবকে গত ৭ জুলাই সব ধরনের ক্রিকেটে ৬ মাস নিষিদ্ধ করেছিল বিসিবি। এছাড়াও দেশের বাইরে লিগ খেলার ওপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল। এবারই নয়, এর আগেও নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। গত ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অসৌজন্যমূলক আচরণ করে নিষিদ্ধ হয়েছিলেন তিন ওয়ানডে। সে সময়েও নিষেধাজ্ঞা প্রত্যাহারের চাপ ছিল বলে জানান বিসিবি সভাপতি, ‘এশিয়া কাপে আফগানিস্তানের সঙ্গে ম্যাচের আগে তার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের চাপ ছিল। কিন্তু দলীয় শৃঙ্খলার জন্য আমরা তাকে ছাড়াই খেলেছি। এবারও চাপ ছিল। কিন্তু আমরা সেই পথে হাঁটেনি। নিজেকে বদলানোর কথা বলে এবং ভবিষ্যতে আর কখনোই এমন হবে না আশ্বাসেই আমরা লম্বা সভা করে নিষেধাজ্ঞা কমানোর সিদ্ধান্ত নিয়েছি।’
সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ ছিল ডিসেম্বর পর্যন্ত। কাল সভা করে সেই মেয়াদ কমিয়ে আনা হয় ১৫ সেপ্টেম্বর। সময় শেষ হওয়ার পর থেকেই এশিয়ান গেমস, জিম্বাবুয়ে সিরিজ ও ঘরোয়া ক্রিকেটে খেলার জন্য সাকিব অ্যাবেইলেবল বলে জানান বিসিবি সভাপতি, ‘নিষেধাজ্ঞা কমানো হয় তার আবেদনের প্রেক্ষিতে। নতুন সময়ের থেকে তিনি এশিয়া গেমস, জিম্বাবুয়ে সিরিজ ও ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন।’ ছয় মাস নিষিদ্ধ হওয়ার পর শাস্তি পুনর্বিবেচনার জন্য গত ২০ জুলাই বিসিবির বরাবর আবেদন করেন সাকিব। সেই আবেদনটাকেও প্রাধান্য দেওয়া হয় গতকালের সভায়।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি হচ্ছে সাকিবের নিষেধাজ্ঞা। বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকায় আট বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন মোহাম্মদ আশরাফুল। শাস্তির মেয়াদ কমানোর জন্য আবেদন করেছেন তিনিও। শাস্তির মেয়াদ ঘোষণার কিছুদিন পর সাকিবকে অনুশীলনের অনুমতি দেয় বিসিবি। অনুমতি নিয়ে অনুশীলনও করছেন সাকিব।
শিরোনাম
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
জিম্বাবুয়ে সিরিজেই সাকিব
বিসিবি সভায় সিদ্ধান্ত
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর