টানা হারের ধাক্কায় মানসিকতা যে তলানিতে এসে ঠেকেছে, পরশু সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে তৃতীয় ও শেষ ওয়ানডের শুরুর আগে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় মুশফিকুর রহিমদের চেহারাতেই ফুটে উঠেছিল। বিষণ্ন মন নিয়ে জাতীয় সঙ্গীতের সঙ্গে ঠোট মেলাচ্ছিলেন। এমন মানসিকতা নিয়ে খেলা হয়তো সম্ভব, কিন্তু লড়াই কিংবা জেতার স্বপ্ন দেখা অবাস্তব। হয়েছেও তাই। ওয়েস্ট ইন্ডিজের কাছে শেষ ওয়ানডে বাংলাদেশ হেরেছে ৯১ রানে। প্রথম ম্যাচ ৩ উইকেটে, দ্বিতীয়টি ১৭৭ রানে এবং সবশেষটি জিতে বাংলাদেশকে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজ। এ নিয়ে টানা ১৩টি ওয়ানডে হেরেছে বাংলাদেশ। ১৯৯৯-২০০৩ সাল পর্যন্ত টানা ২৩ ম্যাচে হারের রেকর্ড রয়েছে বাংলাদেশের। শিডিউল অনুযায়ী আজ সফরের একমাত্র টি-২০ ম্যাচ। কিন্তু সময়ের হেরফেরে ম্যাচটি মাঠে গড়াবে বৃহস্পতিবার ভোরে।
গ্রেনাডায় প্রথম ওয়ানডেতে টাইগাররা হেরেছিল ৩ উইকেটে। মুশফিকরা ম্যাচটি হেরে গিয়েছিল জিততে জিততে। দ্বিতীয় ম্যাচে কুঁকড়ে পড়েছিল ব্যাটিং লাইন। ২৪.৪ ওভারে মাত্র ৭০ রানে অলআউট হয়েছিলেন মুশফিকরা। বাংলাদেশের ২৮৯ ওয়ানডে ক্রিকেট ইতিহাসে তৃতীয় সর্বনিু স্কোর ওটা। সর্বনিু স্কোরও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ২০১১ সালে বিশ্বকাপে। সিরিজ হাতছাড়া করে গত পরশু শেষ ওয়ানডে খেলতে নামে টাইগাররা। শেষ ওয়ানডে হারলেও ব্যাটিং উন্নতি হয়েছে টাইগারদের কোনো সন্দেহ নেই। টস জিতে কাল ব্যাট করতে নেমে রেকর্ড গড়েন দিনেশ রামাদিন ও ড্যারেন ব্রাভো। তৃতীয় উইকেট জুটিতে ৩৭.৫ ওভারে দুজনে যোগ করেন ২৫৮ রান। যা ওয়ানডে ক্রিকেটে রেকর্ড। আগের রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ও এডি ডি ভিলিয়ার্সের। ২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন দুই প্রোটিয়াস ব্যাটসম্যান।
টস জিতে ব্যাট করতে নেমে ১২ রানে দুই ওপেনারকে হারায় স্বাগতিকরা। এরপর জুটি বাঁধেন ব্রাভো-রামাদিন। দুজনে ২৫৮ রান করেন তৃতীয় উইকেট জুটিতে। সেঞ্চুরি করেন দুজনে। রামাদিন খেলেন ক্যারিয়ার সেরা ১৬৯ রানের ইনিংস। ব্রায়ান লারার কার্বন কপি ম্যাচ ও ব্রাভো খেলেন ১২৪ রানের ইনিংস। ম্যাচ ও সিরিজ সেরা রামাদিনের ১২১ বলের ইনিংসটিতে ছিল ৮টি চার ও ১১টি ছক্কা। দুজনের রেকর্ড জুটিতে ভর করে ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারে ৭ উইকেটে ৩৩৮ রান করে।
৩৩৯ রানের জবাবে খেলতে নেমে ২ রানের মধ্যে হারায় ওপেনার এনামুল হক বিজয় ও ইমরুল কায়েশকে। প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করা এনামুল কাল রান করেন শূন্য এবং আগের দুই ম্যাচের মতো পরশুও ব্যর্থ হয়েছেন ইমরুল। রান করেন ১। দুই রানে দুই ব্যাটসম্যান হারানোর পর তামিম ইকবাল ও অধিনায়ক মুশফিক জুটি বেঁধে স্কোরবোর্ডে যোগ করেন ২০.১ ওভারে ৯৯ রান। তামিম সিরিজে প্রথম হাফসেঞ্চুরি তুলে সাজঘরে ফিরেন ব্যক্তিগত ৫৫ রানে। হাফসেঞ্চুরি করেন মুশফিকও। ৭২ রানের ইনিংস খেলেন ১১৩ বলে ৮ চারে। টেস্ট সিরিজের আগে বাংলাদেশের ব্যাটসম্যানরা রানে ফিরেছেন, এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় পাওয়া টাইগারদের।
শিরোনাম
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
ওয়ানডে সিরিজ
হােয়াইটওয়াশের লজ্জা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর