টানা হারের ধাক্কায় মানসিকতা যে তলানিতে এসে ঠেকেছে, পরশু সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে তৃতীয় ও শেষ ওয়ানডের শুরুর আগে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় মুশফিকুর রহিমদের চেহারাতেই ফুটে উঠেছিল। বিষণ্ন মন নিয়ে জাতীয় সঙ্গীতের সঙ্গে ঠোট মেলাচ্ছিলেন। এমন মানসিকতা নিয়ে খেলা হয়তো সম্ভব, কিন্তু লড়াই কিংবা জেতার স্বপ্ন দেখা অবাস্তব। হয়েছেও তাই। ওয়েস্ট ইন্ডিজের কাছে শেষ ওয়ানডে বাংলাদেশ হেরেছে ৯১ রানে। প্রথম ম্যাচ ৩ উইকেটে, দ্বিতীয়টি ১৭৭ রানে এবং সবশেষটি জিতে বাংলাদেশকে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজ। এ নিয়ে টানা ১৩টি ওয়ানডে হেরেছে বাংলাদেশ। ১৯৯৯-২০০৩ সাল পর্যন্ত টানা ২৩ ম্যাচে হারের রেকর্ড রয়েছে বাংলাদেশের। শিডিউল অনুযায়ী আজ সফরের একমাত্র টি-২০ ম্যাচ। কিন্তু সময়ের হেরফেরে ম্যাচটি মাঠে গড়াবে বৃহস্পতিবার ভোরে।
গ্রেনাডায় প্রথম ওয়ানডেতে টাইগাররা হেরেছিল ৩ উইকেটে। মুশফিকরা ম্যাচটি হেরে গিয়েছিল জিততে জিততে। দ্বিতীয় ম্যাচে কুঁকড়ে পড়েছিল ব্যাটিং লাইন। ২৪.৪ ওভারে মাত্র ৭০ রানে অলআউট হয়েছিলেন মুশফিকরা। বাংলাদেশের ২৮৯ ওয়ানডে ক্রিকেট ইতিহাসে তৃতীয় সর্বনিু স্কোর ওটা। সর্বনিু স্কোরও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ২০১১ সালে বিশ্বকাপে। সিরিজ হাতছাড়া করে গত পরশু শেষ ওয়ানডে খেলতে নামে টাইগাররা। শেষ ওয়ানডে হারলেও ব্যাটিং উন্নতি হয়েছে টাইগারদের কোনো সন্দেহ নেই। টস জিতে কাল ব্যাট করতে নেমে রেকর্ড গড়েন দিনেশ রামাদিন ও ড্যারেন ব্রাভো। তৃতীয় উইকেট জুটিতে ৩৭.৫ ওভারে দুজনে যোগ করেন ২৫৮ রান। যা ওয়ানডে ক্রিকেটে রেকর্ড। আগের রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ও এডি ডি ভিলিয়ার্সের। ২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন দুই প্রোটিয়াস ব্যাটসম্যান।
টস জিতে ব্যাট করতে নেমে ১২ রানে দুই ওপেনারকে হারায় স্বাগতিকরা। এরপর জুটি বাঁধেন ব্রাভো-রামাদিন। দুজনে ২৫৮ রান করেন তৃতীয় উইকেট জুটিতে। সেঞ্চুরি করেন দুজনে। রামাদিন খেলেন ক্যারিয়ার সেরা ১৬৯ রানের ইনিংস। ব্রায়ান লারার কার্বন কপি ম্যাচ ও ব্রাভো খেলেন ১২৪ রানের ইনিংস। ম্যাচ ও সিরিজ সেরা রামাদিনের ১২১ বলের ইনিংসটিতে ছিল ৮টি চার ও ১১টি ছক্কা। দুজনের রেকর্ড জুটিতে ভর করে ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারে ৭ উইকেটে ৩৩৮ রান করে।
৩৩৯ রানের জবাবে খেলতে নেমে ২ রানের মধ্যে হারায় ওপেনার এনামুল হক বিজয় ও ইমরুল কায়েশকে। প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করা এনামুল কাল রান করেন শূন্য এবং আগের দুই ম্যাচের মতো পরশুও ব্যর্থ হয়েছেন ইমরুল। রান করেন ১। দুই রানে দুই ব্যাটসম্যান হারানোর পর তামিম ইকবাল ও অধিনায়ক মুশফিক জুটি বেঁধে স্কোরবোর্ডে যোগ করেন ২০.১ ওভারে ৯৯ রান। তামিম সিরিজে প্রথম হাফসেঞ্চুরি তুলে সাজঘরে ফিরেন ব্যক্তিগত ৫৫ রানে। হাফসেঞ্চুরি করেন মুশফিকও। ৭২ রানের ইনিংস খেলেন ১১৩ বলে ৮ চারে। টেস্ট সিরিজের আগে বাংলাদেশের ব্যাটসম্যানরা রানে ফিরেছেন, এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় পাওয়া টাইগারদের।
শিরোনাম
- পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের, প্রমাণ চাইল ইসলামাবাদ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ
- প্রথম আমেরিকান পোপ রবার্ট প্রেভোস্ট
- বিলিয়ন ডলারের রপ্তানি খাত হুমকিতে
- 'পাকিস্তান আক্রমণ করার সিদ্ধান্ত নিলে সারা পৃথিবী জানবে'
- ভারতের সেনা-স্থাপনায় হামলা, অস্বীকার পাকিস্তানের
- আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে যমুনার সামনে অবস্থান
- আইভীকে আটকে অভিযান, রাস্তা অবরোধে সমর্থকরা
- হঠাৎ 'ব্ল্যাকআউট', মাঝপথে পরিত্যক্ত আইপিএল ম্যাচ
- পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
- বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন
- জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও’র দায়িত্ব ছাড়লেন মীর স্নিগ্ধ
- সংবাদ সম্মেলনে যেসব বিষয় এড়িয়ে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব
- পাকিস্তানের হামলার আশঙ্কায় পাঞ্জাবে ব্ল্যাকআউটের নির্দেশ
- আবদুল হামিদের দেশত্যাগ: একজন প্রত্যাহার, দু’জন বরখাস্ত
- ভারত-পাকিস্তানকে সংলাপে বসার আহ্বান ইইউ’র
- ‘এলএনজি ও নবায়নযোগ্য খাত নিয়ে সৌদির সাথে কাজে আগ্রহী বাংলাদেশ’
- পাকিস্তান ও ভারতের শেয়ারবাজারে দর পতন
- সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল
ওয়ানডে সিরিজ
হােয়াইটওয়াশের লজ্জা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সংঘাতের মধ্যেই পাকিস্তান-ভারতের নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে যোগাযোগ শুরু
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম