ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা প্রত্যাশী লিভারপুল হেরে গেল মৌসুমের দ্বিতীয় ম্যাচেই। গত সোমবার মধ্য রাতে ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যানসিটির কাছে ৩-১ গোলে পরাজিত হয়েছে অলরেডরা। জুভেটিক ও আগুয়েরোর গোলে এই বিশাল জয় পেয়েছে ম্যানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যরা। আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো মাঠে নামেন ৬৮ মিনিটে। এর ঠিক এক মিনিট পরই গোল! অবশ্য এরও অনেক আগেই জুভেটিক দুটো গোল করে ম্যানসিটির জয় নিশ্চিত করে রেখেছিলেন। ৪১ ও ৫৫ মিনিটে গোল করেন মন্টিনিগ্রোর এই স্ট্রাইকার। এই জয়ে ম্যানসিটি দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে টটেনহ্যাম। গোল ব্যবধানে এগিয়ে আছে তারা।