ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন রুশ তরুণী মারিয়া শারাপোভা ও সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। সোমবার ইউএস ওপেনে পুরুষ এককের শীর্ষ বাছাই জকোভিচ হারিয়েছেন দিয়েগোকে। মেয়েদের এককে পঞ্চম বাছাই শারাপোভা স্বদেশি মারিয়া কিরিলেঙ্কোকে হারিয়েছেন প্রথম রাউন্ডে।
বছরের শেষ গ্র্যান্ডস্লামের জন্য প্রস্তুতিটা ভালভাবেই সেরে নিয়েছিলেন মারিয়া শারাপোভা। প্রথম রাউন্ডেই এর প্রমাণ দিলেন তিনি। স্বদেশি মারিয়া কিরিলেঙ্কোকে প্রথম রাউন্ডে ৬-৪, ৬-০ সেটে উড়িয়ে দিয়েছেন এই রুশ সুন্দরী। আর্থার অ্যাশ স্টেডিয়ামে দারুণ এক জয় দিয়েই এবারের ইউএস ওপের শুরু করলেন বিশ্ব টেনিসের গ্ল্যামার গার্ল শারাপোভা। দুর্দান্ত এই জয়ের পর শারাপোভা বলছেন, 'কিরিলেঙ্কোকোর সাথে কোর্টে একসঙ্গে অনুশীলন করি। সে আমার খুব ভাল বন্ধু। কিন্তু কোর্টে আপনাকে সবচেয়ে প্রিয় বন্ধুকেও প্রতিপক্ষ হিসেবেই নিতে হবে। জয়ের জন্যই নামতে হয়।' এবারের ইউএস ওপেনে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই খেলতে শুরু করেছেন মারিয়া শারাপোভা। মেয়েদের এককে জয় পেয়েছেন রুমানিয়ার সিমোনা হ্যালেপ, ভেনাস উইলিয়ামস, ক্যারোলিন উজনিয়াকি, অ্যাঞ্জেলিক কারবার, অ্যাগনিয়েস্কা র্যাডওয়ানস্কা এবং সারা ইরানিও।
এদিকে পুরুষ এককের শীর্ষ বাছাই নোভাক জকোভিচ আর্থার অ্যাশ স্টেয়িামে সহজেই ম্যাচ জিতেছেন। তিনি দিয়েগোকে ৬-১, ৬-২, ৬-৪ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন। জয়ের পর জকোভিচ বলেন, ' এই জয় খুবই আনন্দের। আমি দারুণ সুখী এই জয়ে।' ইউএস ওপেনে আরও একটি গ্র্যান্ডস্লাম জয়ের লক্ষ্য নিয়েই খেলতে শুরু করেছেন পুরুষ এককের এই শীর্ষ বাছাই। পুরুষ এককে এছাড়াও জয় পেয়েছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে, ফরাসি তারকা জো-উইলফ্রেড সঙ্গা, সুইস তারকা স্ট্যানিসলাস ওয়াওরিঙ্কা এবং রাউনিচ। পুরুষ এককের দ্বিতীয় বাছাই রজার ফেদেরারের গত রাতে কোর্টে নামার কথা ছিল। এবারের ইউএস ওপেনে স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল অংশ নিতে পারছেন না ইনজুরির কারণে।