অ্যাঞ্জেল ডি মারিয়াকে নিয়ে রিয়াল-ম্যানইউর লুকোচুরি শেষ হলো রেকর্ড দিয়ে। ব্রিটিশ মিডিয়ার খবর, আর্জেন্টাইন এ মিডফিল্ডার ৭৫ মিলিয়ন ইউরোতে (প্রায় ৭৬০ কোটি টাকা!) রিয়াল মাদ্রিদ থেকে যোগ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ইংলিশ ফুটবলে এখন সর্বোচ্চ দামি ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া। এর আগে সবচেয়ে দামি ছিলেন স্প্যানিশ স্ট্রাইকার ফার্নান্দো তোরেস। তাকে ২০১১ সালে লিভারপুল থেকে ৫৮ মিলিয়ন ইউরোতে দলে এনেছিল চেলসি। অবশ্য এখনো পর্যন্ত গেরেথ বেলেই হচ্ছেন সবচেয়ে দামীয় ফুটবলার। ইংলিশ ক্লাব টটেনহ্যাম থেকে তাকে দলে নিতে রিয়াল মাদ্রিদ খরচ করেছিল ১০০ মিলিয়ন ইউরো।
জেমস রদ্রিগেজকে দলে নেওয়ার পর রিয়াল মাদ্রিদে অ্যাঞ্জেল ডি মারিয়ার প্রয়োজন অনেকটাই ফুরিয়ে গিয়েছিল। এ কারণেই তাকে যেতে দিয়েছে রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে এই আর্জেন্টাইন ফুটবলারই রিয়ালকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লা ডেসিমা এনে দিয়েছিলেন। ২০১০ সালে তিনি পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন। এরপর রিয়ালের জার্সিতে ১৯০ ম্যাচে ৩৬ গোল করেন তিনি। জয় করেন লা লিগা, কোপা দেল রে, স্প্যানিশ সুপারকাপ, উয়েফা সুপারকাপ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। বলতে গেলে একটা ক্লাবের হয়ে যা কিছু জয় করা যায়, তার সবই জয় করেছেন রিয়াল মাদ্রিদে ডি মারিয়া। আর্জেন্টাইন এই মিডফিল্ডার যাত্রা করেছিলেন আর্জেন্টাইন ক্লাব রোজারিও সেন্ট্রালের জার্সিতে। ২০০৭ সালে তিনি পর্তুগিজ ক্লাব বেনফিকাতে যোগ দেন। জয় করেন পর্তুগিজ লিগ এবং টাসা দা লিগার শিরোপা। আর্জেন্টিনার হয়েও সফল এই মিডফিল্ডার এবার ইংলিশ লিগের চ্যালেঞ্জ নিতে পেঁৗছে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। লুই ফন গালের প্রিয় শিষ্য হিসেবেই তিনি যোগ দিলেন রেড ডেভিলদের দলে।