ম্যাচ পাতানোর অভিযোগে গতকাল ভিয়েতনামের ফুটবলার ডাংকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। একই ঘটনায় ভিয়েতনামের ভিসাই নিন বিন এফসি দলের আরও আট খেলোয়াড়কে বিভিন্ন মেয়াদের জন্য নিষিদ্ধ করা হয়েছে। গত মার্চে মালয়েশিয়ার ক্লাব কেলানতানের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে ফিঙ্ংিয়ে জড়িয়ে পড়েছিল খেলোয়াড়রা। ওই ঘটনায় একজন জুয়াড়িকেও ৩০ মাসের কারাদণ্ড দেয় নর্দান নিন বিন প্রদেশের আদালত। স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়, ভিয়েতনামি ক্লাবটি মালয়েশীয় দলটিকে মাত্র এক গোলের ব্যবধানে হারিয়ে আঞ্চলিক ট্রফি লাভ করে।
থান নিয়েন পত্রিকায় বলা হয় কেলানতানকে ৩-২ গোলে হারানোর বিনিময়ে ভিয়েতনামি খেলোয়াড় ৪৮ হাজার মার্কিন ডলার লাভ করে। ওই ঘটনায় গত এপ্রিলে খেলোয়াড়টিকে গ্রেফতার করা হয়। অবশেষে শাস্তি দেওয়া হলো। ফুটবলকে কেন্দ্র করে সেখানে বসতো জুয়ার আসর। স্থানীয় লিগেও এর প্রভাব পড়েছে। তাই ভিয়েতনামে ম্যাচ পাতানো অপরাধ হিসেবে গণ্য হয়।