যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফ্ল্যাশিং মিডোশে কষ্টার্জিত জয় পেয়েছেন ব্রিটিশ নাম্বার ওয়ান অ্যান্ডি মারে। টুর্নামেন্টের অষ্টম বাছাই মারে প্রথম রাউন্ডে ডাচ খেলোয়াড় রবিন হাসকে ৬-৩, ৭-৬, ১-৬, ৭-৫ গেমে হারান। হাস বিশ্বের ৭০ নম্বর খেলোয়াড়।
হাসের বিরুদ্ধে ম্যাচ জিততে যে কষ্ট হয়েছে ম্যাচ শেষে স্বীকার করেছেন মারে। তিনি বলেন, “ম্যাচটা হারতেও পারতাম।”