বছরের শেষ গ্রান্ড স্ল্যাম ইউএস ওপেনে প্রথম রাউন্ডের স্ব স্ব খেলায় জয় পেয়েছেন রজার ফেদেরার ও সেরেনা উইলিয়ামস। এছাড়া প্রথম রাউন্ডে মেয়েদের বিভাগে জয় পেয়েছেন চলতি বছর উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা ও ইউজেনি বুচার্ড। খবর বিবিসির
পাঁচবার ইউএস ওপেনজয়ী সুইস লেজেন্ড ফেদেরার অস্ট্রেলিয়ান নাম্বার ওয়ান তারকা মারিনকো মাতোসেভিককে প্রায় আড়াই ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে হারান। চার সেটের লড়াইয়ে ফেদেরার মারিনকোকে ৭-৬, ৬-৩, ৬-৪, ৭-৬ গেমে হারান।
অপরদিকে, গতবারের চ্যাম্পিয়ন মার্কিন তারকা সেরেনা স্বদেশি টেলর টাউনসেন্ডকে একতরফাভাবে হারিয়েছেন। এক ঘণ্টারও কম সময়ের মধ্যে সেরেনা টেলরকে ৬-৩, ৬-১ গেমে হারান।