ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডগলাসের সঙ্গে চার মিলিয়ন ইউরোর বিনিময়ে পাঁচ বছরের চুক্তি করতে যাচ্ছে বার্সেলোনা। এক বিবৃতিতে কাটালান ক্লাবটি ডগলাসের সঙ্গে চুক্তির কথা নিশ্চিত করেছে। গত সপ্তাহে সাও পাওলো নিশ্চিত করেছিল যে, উভয় পক্ষই ডগলাসের হস্তান্তরের ব্যাপারে নীতিগতভাবে একটি মতৈক্যে পৌঁছেছে। মূলত এর পরই বার্সেলোনার পক্ষ থেকে এমন ঘোষণা এসেছে। খবর দ্য হিন্দু অনলাইনের
বার্সেলোনার ওই বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্য পরীক্ষার জন্য ডগলাস আগামী সপ্তাহে বার্সেলোনায় আসছেন এবং চুক্তি স্বাক্ষর করবেন। পারফরম্যান্সের ভিত্তিতে হস্তান্তর ফিতে আরো দেড় মিলিয়ন ইউরো যোগ হতে পারে বলে বিবৃতিতে আরো বলা হয়েছে।
উল্লেখ্য, ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলো ডগলাসের অর্থনৈতিক সত্ত্বের ৬০ শতাংশের মালিক।