ভারতের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে ইংল্যান্ডের দুর্দান্ত পারফরম্যান্সের পরেও ওয়ান ডে ক্রিকেটে ইংল্যান্ডের দল নিয়ে অসন্তুষ্ট দেশটির সাবেক খেলোয়াড়েরা। মাইকেল ভন এবং গ্রেম সোয়ানের মতো খেলোয়াড়েরা মনে করছেন, ২০১৫ বিশ্বকাপের কথা মাথায় রেখে অবিলম্বে কুককে ওয়ান ডে অধিনায়কের পদ থেকে সরানো উচিত।
সোয়ানের মতে,‘ সমর্থকরা যেমন চান এবং ওয়ান ডেতে স্পেশালিস্টদেরই দলে নেওয়া উচিত। অ্যালিস্টার কুক হল বিশ্বের সবচেয়ে একগুয়ে মানুষ। ও নিজেকে এক কোনায় রেখে দল পরিচালনা করে। আমার মনে হয়ে বিশ্বকাপ জেতার জন্য আমাদের এই ধরনের অধিনায়কের কোনো প্রয়োজন নেই।’
অন্যদিকে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বলেন, ‘ আপনি যদি ইংল্যান্ডের শেষ পাঁচ অধিনায়কের প্রসঙ্গ তোলেন, তাহলে দেখবেন মাইক আথারটন, নাসের হুসেন, আমি, অ্যান্ড্রু স্ট্রস বা অ্যালিস্টার কুক এরা সবাই টেস্ট ক্রিকেটার। আমরা সবাই ডিফেন্সিভ খেলা খেলতে বেশি স্বচ্ছন্দ করতাম। ক্রিজে টিকে থাকতে পছন্দ করতাম, রান করতে সময়টাও বেশি নিইনি। আমরাই আবার প্রত্যেকে ওয়ান ডেতেও অধিনায়ক ছিলাম। ভারত, দক্ষিণ আফ্রিকা বা অস্ট্রেলিয়া দলে যেমন অনেক ভালো ব্যাটসম্যান রয়েছে, আমাদের দলে সেটা নেই। তাই বছরের পর বছর ওয়ান ডেতে আমাদের পারফরম্যান্স খুব একটা ভালো হচ্ছে না।’