প্রথমবারের মতো ভারতের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিশ্বের দ্রুততম মানব জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট। কোন ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অংশ নিতে নয়। একটি ক্রিকেট শোতে অংশ নিতে তিনি ভারত আসছেন।
আগামী ২ সেপ্টেম্বর ভারতের চিন্নাস্বামী স্টেডিয়ামে একটি ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার অনুষ্ঠানে যুবরাজ সিংকে ক্রিকেটে চ্যালেঞ্জ জানাবেন বোল্ট।
বিশ্বের দ্রুততম বোলারের ভূমিকায় থাকবেন বোল্ট। উল্টোদিকে ব্যাটসম্যানের ভূমিকায় থাকবেন যুবরাজ। কিছুদিন আগে বোল্ট আইপিএলে পেস বোলার হিসেবে খেলতে চেয়েছিলেন। তিনি বারবার বলেছেন, ক্রিকেট তাঁর প্রিয় খেলা। এবার সেই ক্রিকেটের দেশেই পা রাখতে যাচ্ছেন জ্যামাইকান এ স্প্রিন্টার।
এর আগে ২০১০ দিল্লি কমনওয়েলথ গেমসে যোগ দিতে আসার কথা ছিল তার। কিন্তু দিল্লি কমনওয়লেথ গেমসে চোটের কারণে যোগ দিতে না পারায়, ভারতে এতদিন আসা হয়নি বোল্টের। তবে এবার এলেও বোল্টের দৌঁড় না ব্যাট-বল হাতে তাকে দেখা যাবে।