দ. কোরিয়ার ইনচনে এশিয়ান গেমসের বাঁচা মরার লড়াইয়ে মরেই গেল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের স্বপ্ন। হংকংয়ের কাছে গ্রুপ ‘বি’র ম্যাচে ২-১ গোলে হেরে গেছে লাল-সবুজরা।
এ হারের ফলে লোডভিক ডি ক্রইফের শিষ্যদের বিদায় নিতে হল এশিয়াড থেকে। প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১-০ গোলে হারিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
তবে পরের ম্যাচে উজবেকিস্তানের কাছে ৩-০ গোলে হেরে সে স্বপ্ন কিছুটা দমিত হয়েছিল। মামুনুলরা চেয়ে ছিলেন হংকংয়ের বিপক্ষে পরের ম্যাচের জন্য। জিততেই হবে এমন সমীকরণ নিয়ে খেলতে নেমে এ ম্যাচেও হেরে দ্বিতীয় রাউন্ডে উঠার স্বপ্ন স্বপ্নই থেকে গেল ডি ক্রুইফ শিষ্যদের।
হংকংয়ের বিপক্ষে প্রথমার্ধে কোনো গোল খেতে হয়নি বাংলাদেশের যুবাদের। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন আমিনুর রহমান সজিব।
তবে সজিবের গোলটি শুধুমাত্র ব্যবধান কমানো ছাড়া আর কোনো কাজে লাগেনি ডি ক্রইফের ছাত্রদের। এর আগেই দুটি গোল করে হংকং।
দিনের অপর ম্যাচে আফগানিস্তানকে ৫-০ গোলে হারিয়েছে উজবেকিস্তান।