প্রতিশোধই নিল ভারত। এশিয়াড হকিতে বার বার পাকিস্তানের কাছে হেরে স্বর্ণ থেকে বঞ্চিত হয়েছে ভারতীয়রা। গতকাল ইনচেন এশিয়াডে সেই পাকিস্তানকে হারিয়েই স্বর্ণ জিতলেন সরদার সিংরা। নির্ধারিত সময় দুই দল ১-১ গোলের ড্রতে শেষ করে। টাইব্রেকারে ভারত স্বর্ণ নির্ধারণী ম্যাচ জিতে নেয় ৪-২ ব্যবধানে। গোলরক্ষক শ্রীজেসই ছিলেন জয়ের নায়ক। তিনি পাকিস্তানের দুইটা পেনাল্টি রুখে দিয়ে দলের জয় নিশ্চিত করেন। এশিয়াড হকিতে পাকিস্তান-ভারত মোট নয়বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে দুইবার স্বর্ণ জিতেছে ভারত। বাকি সাতবারই ভারতকে হারিয়েছে পাকিস্তান। এই নিয়ে তৃতীয়বারের মতো এশিয়াড হকির স্বর্ণ জিতল ভারত। এর আগে ১৯৬৬ ও ১৯৯৮ সালে স্বর্ণ জিতেছিল তারা।