২০১৪ বিশ্বকাপ ফাইনালে নান্দনিক ফুটবলের দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিলকে চেয়েছিলেন ফুটবলপ্রেমীরা। সেমিফাইনাল পর্যন্ত সেই স্বপ্ন পূরণের পথেই এগোচ্ছিল দুই দল। শেষ পর্যন্ত স্বপ্ন বাস্তবায়িত হয়নি। জার্মানির কাছে বিধ্বস্ত হয়ে সেমিফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল। ব্রাজিল ও আর্জেন্টিনা ফাইনাল না খেললেও দুই দলের ম্যাচের আবেদন রয়েছে। আগামী ১১ অক্টোবর বেজিং ও ১৪ অক্টোবর হংকংয়ে দুই জনপ্রিয় দল মুখোমুখি হচ্ছে প্রীতি ম্যাচে।
গোলরক্ষক : সার্জিও রোমেরো, নিওয়েল গুসমান ও আগুস্তিন মারচেসিন।
রক্ষণভাগ : পাবলো জাবালেতা, মার্টিন দেমিচেলিস, মার্কোস রোহো, সান্তিয়াগো ভারজিনি, ফেডরিকো ফার্নান্দেস, নিকোলাস ওতামেন্দি ও লিওনেল ভাঞ্জিওনি।
মিডফিল্ডার : জাভিয়ের মাসচেরানো, ফার্নান্দো গাগা, রবার্তো পেরেইরা, লুকাস বিগলিয়া, জাভিয়ের পাস্তোরে, আঞ্জেল ডি মারিয়া, এরিক লামেলা, এঞ্জো পেরেস ও নিকোলাস গাইতান।
ফরোয়ার্ড : লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েন ও সার্জিও আগুইয়রো।