রোনালদো ও মেসির মধ্যে তুলনা শেষ কয়েক বছর ধরেই চলছে। তবে এই তুলনায় একেবারেই মাথা ঘামাতে চান না মেসি।
তার সাফ বক্তব্য, 'ক্রিশ্চিয়ানো রোনালদো কেন, কেউই আমার প্রতিযোগী নয়। ব্যক্তিগত পুরস্কার নিয়ে কখনই ভাবি না। আমার একটাই লক্ষ্য থাকে, ভাল খেলে দলকে জেতানো। ফুটবল ইতিহাসে আমার জায়গা নিয়েও বিন্দুমাত্র চিন্তিত নই আমি। এই মৌসুমে অনেকে আমার বার্সেলোনায় থাকা নিয়ে জলঘোলা করেছিল। কিন্তু সত্যি বলতে বার্সার সঙ্গে চুক্তিনবীকরণ করতে দু’বারের জন্যও ভাবিনি। একসময় এরকমটাও শুনতে পেয়েছিলাম যে, আমি নাকি মর্জিনমাফিক আর্জেন্টিনা দলে খেলি। এটা একেবারেই ভুল। জাতীয় দলের স্বার্থে আমি সবসময় আছি।'
বিডি-প্রতিদিন/৩ অক্টোবর, ২০১৪/জান্নাত