জাভি হার্নান্দেজ জানিয়েছেন, বার্সার বেঞ্চে সময় কাটাতে তার ভালো লাগে না। পাশাপাশি তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন, পারফরমেন্স দিয়ে লুইস এনরিকের প্রথম একাদশে জায়গা করে নিবেন।
১৯৯৮ সালে বার্সেলোনার হয়ে অভিষেক হওয়ার পর থেকেই জাভি কাতালান ক্লাবটির মধ্যমাঠের প্রাণভোমরা হয়ে ওঠেন। তবে চলতি মৌসুমে ইভান র্যােকিটিককে দলে ভেড়ানোর পর লুইস এনরিকের প্রথম একাদশে নিয়মিত জায়গা পাচ্ছেন না।
প্রথম একাদশে নিয়মিত জায়গা না পাওয়ায় জাভি কিছুটা হতাশ হলেও ন্যু-ক্যাম্পে আরেকটি বছর থাকার সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে তার কোনো অনুতাপ নেই বলে জানান।
জাভি বলেন, 'বার্সেলোনার বেঞ্চে বসে থাকাটা আমার জন্য আনন্দদায়ক নয়। আমি এতে সুখী নই। আমি দলের হয়ে আরো বেশি খেলতে চাই, প্রথম একাদশে থাকতে চাই। তবে সবার আগে আমার কাছে দল। কোচই এ ব্যাপারে সিদ্ধান্ত নিবেন।'
তবে এই অবস্থা বেশিদিন থাকবেনা বলে বিশ্বাস জাভির। তিনি বলেন, 'আমার বিশ্বাস এই অবস্থা বেশিদিন থাকবেনা। আমি প্রথম একাদশে ফেরার জন্য সর্বাত্মক চেষ্টা করবো। আর বার্সেলোনাতে আমি সুথেই আছি।'
বিডি-প্রতিদিন/৩ অক্টোবর, ২০১৪/জান্নাত