এশিয়ান গেমস ক্রিকেটে হংকংকে ২৭ রানে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ।
এদিন দক্ষিণ কোরিয়ার ইনচেনে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অধিনায়ক মাশরাফি। নির্ধারিত ২০ ওভারে টাইগাররা ১৬২ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ১৩৫ রানে থেমে যায় হংকংয়ের ইনিংস।
বাংলাদেশে পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন সাকিব আল হাসান । এছাড়া মাহমুদুল্লাহ ৩৫, শামসুর রহমান ২৬ ও তামিম ইকবাল করেন ২২ রান। হংকংয় বলার নাদিম ৩ উইকেট দখলে নেন।
অন্যদিকে, ১৬২ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে হংকং। বাংলাদেশের পক্ষে আরাফাত সানি ৩টি ও সাকিব ২টি উইকেট নিয়েছেন।
বিডি-প্রতিদিন/৩ অক্টোবর, ২০১৪/মাহবুব