লুইস ভন গলের দলে অন্যরা মানিয়ে নিতে কিছুটা সময় নিয়েছেন। কিন্তু ডি মারিয়া এসেই যে অনায়াসেই দলের অপরিহার্য্য অংশ হয়ে গেলেন। সেপ্টেম্বরে কে দলের সেরা খেলোয়াড় ছিলেন এমন প্রশ্নের উত্তর পেতে ম্যানেইউ ভক্তদের মধ্যে ভোটের আয়োজন করা হলে তাই জয়টা হয় আর্জেন্টাইন মিডফিল্ডার ডি মারিয়ারই। ভোটে ক্লাব ইতিহাসের রেকর্ড ট্রান্সফার ফি গড়ে ম্যানইউতে আসা ডি মারিয়ার পক্ষে ভোট পড়ে ৬৩ ভাগ।
ম্যানইউতে আসার আগেই যেন ভক্তদের মন জয় করে রেখেছিলেন তিনি। আলোচনায় ছিল তার আসার বিষয়টি। তারপর এসেও জেতালেন দলকে। গোলও করলেন লিচেস্টারের বিপক্ষে। সে কারণেই হয়তো ম্যানচেস্টার ইউনাইটেড ভক্তরা এত সব তারকাকে ফেলে সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড় হিসেবে ভোট দিলেন অ্যাঞ্জেল ডি মারিয়াকেই।
মারিয়া বলেন, 'আমি এতে আনন্দিত তবে সব কিছুই দলের জন্য সম্ভব হয়েছে। আমি মাঠে শুধু দলকে সাহায্য করার চেষ্টাটাই করে থাকি।'
বিডি-প্রতিদিন/৩ অক্টোবর, ২০১৪/জান্নাত