সাঈদ আজমলের পর সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হলেন ওয়েস্ট ইন্ডিসের স্পিনার সুনিল নারাইন। এর ফলে চ্যাম্পিয়ন্স লিগ টি-২০’র ফাইনাল খেলা হচ্ছে কলকাতা নাইট রাউডার্সের এই তারকা খেলোয়াড়কে।
তবে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে মাঠে নামতে না-পারলেও, দেশের জার্সিতে ভারতের বিরুদ্ধে খেলতে কোনও সমস্যাই হবে না বলে জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সিইও মাইকেল মুইরহেড।
তিনি বলেছেন, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ঘরোয়া টুর্নামেন্ট৷ যেহেতু আইসিসির কোনো টুর্নামেন্টে নারাইন নিষিদ্ধ হয়নি, তাই টেকনিক্যালি নারাইনের খেলতে কোনো সমস্যা নেই৷’ আগামী ৮ অক্টোবর কোচিতে ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডে খেলতে নামবে ক্যারিবিয়ান ক্রিকেট দল।
বিডি-প্রতিদিন/৩ অক্টোবর, ২০১৪/মাহবুব