জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকীতে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল বৃহস্পতিবার “স্বচ্ছ ভারত অভিযান” নামে যে নতুন মাত্রা যোগ করতে ঝাঁটা হাতে ময়দানে নামার চ্যালেঞ্জ নিয়েছেন শচীন টেন্ডুলকার।
গতকাল দিল্লির রাজপথে নরেন্দ্র মোদি স্বয়ং নিজে ঝাড়ু হাতে এই অভিযানের প্রথম পর্বের শুভ সূচনা করেন। তার ডাকে সাড়া দিয়ে স্বচ্ছ ভারত নির্মাণে পথে নেমেছে গোটা দেশ। প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে আমির খান, সালমন খান, সাংসদ-অভিনেত্রী কিরণ খের, ঝাঁটা হাতে ময়দানে নামার চ্যালেঞ্জ নিয়েছেন। ‘ক্লিন ইন্ডিয়া’ চ্যালেঞ্জে অংশ নেওয়ার তালিকায় এবার নাম লেখালেন লিটল মাস্টার শচীন টেন্ডুলকার।
নিজের ফেসবুক পেজে দু’টি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে শচীন বলেন, 'নরেন্দ্র মোদির এই চিন্তাভাবনা অসাধারণ৷ দেশের প্রত্যেককে এতে সামিল হতে হবে৷ তবেই দেশকে ময়লা মুক্ত করা যাবে৷ আমি প্রধানমন্ত্রীর এই চ্যালেঞ্জকে নম্র ভাবেই গ্রহণ করলাম।’
প্রসঙ্গত, নয়া দিল্লির ইন্ডিয়া গেটের সামনে দাঁড়িয়ে এই চ্যালেঞ্জের জন্য সমাজের বিভিন্ন স্তরের নয়জন বিশিষ্ট ব্যক্তিকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন তিনি৷ সেই ন’জনের মধ্যে শচীনও ছিলেন৷
বিডি-প্রতিদিন/৩ অক্টোবর, ২০১৪/মাহবুব